ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। রবিবার (১০ নভেম্বর) বিকেলে নেতৃবৃন্দদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আসেন তিনি। অধ্যাপক মামুন মাহমুদ এসময় বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনে হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। এই দলের নাম বিক্রি করে কেউ কোনো অপকর্ম করলে তার দায় দল কখনোই নেবে না। তবে, দলের নাম ব্যবহার করে যারা বিভিন্ন অপকর্ম করছে, দল তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করবে বলেও জানান তিনি। সর্বদা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, প্রেস ক্লাবে হামলা ও মামলার ঘটনায় আমি ব্যথিত। প্রেস ক্লাবের সকল কাজের প্রতি আমার সমর্থন রইলো। এছাড়া, প্রেস ক্লাব হামলার ঘটনায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের সর্বোচ্চ পর্যায়ের কাছে বিষয়টি তুলে ধরবেন বলেও জানান তিনি। এদিকে, হামলার ঘটনায় নিন্দা জানিয়ে প্রেস ক্লাবের প্রতি সমর্থন জানানোর কারণে অধ্যাপক মামুন মাহমুদসহ বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মজিবুর রহমান, বদর উদ্দিন লিটন, জামাল হোসেন ভুইয়া, সাজ্জাদ হোসেন প্রমুখ। প্রেস ক্লাবের সদস্য ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্য আবু সাউদ মাসুদ, মাহফুজুর রহমান, ক্লাবের স্থায়ী সদস্য অহিদুল হক খান, নাহিদ আজাদ, এম আর কামাল প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় হামলার নেতৃত্বদানকারী মাসুদ রানা রনি নামে এক জনকে আটক করে পুলিশ। এ হামলার ঘটনায় ১৪ জনকে আসামী করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে ক্লাব ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯