ডান্ডিবার্তা রিপোর্ট:
ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় নাশকতার চেষ্টার সময় প্রসেনজিৎ চৌধুরী (২৮) নামে এক শ্রমিককে পুলিশে সোপর্দ করেছে কারখানা কর্তৃপক্ষ। রোববার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত শনিবার দুপুরে ফতুল্লার কাঠেরপুল আবির ফ্যাশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে। কারখানার সহ-ব্যবস্থাপক মইনুল ইসলাম জানান, কারখানার নিটিং অপারেটর প্রসেনজিৎ চৌধুরী বেশ কয়েকদিন ধরে ঠিকভাবে দায়িত্ব পালন করছিল না। কারখানার শ্রমিক, সুপারভাইজারদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তো। এ নিয়ে তাকে সাবধান করা হলেও তিনি করো কথার তোয়াক্কা করতেন না। শনিবার দুপুরে খাবার বিরতির সময় দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তীতে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে প্রসেনজিৎ চৌধুরীর ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করার পর শনিবার রাতে আটক শ্রমিককে ফতুল্লা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯