ডান্ডিবার্তা রিপোর্ট:
সোনারগাঁয়ে একটি বাড়ির মূল ফটকের তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে চেয়ার টেবিল আসবাবপত্র ভাঙচুরসহ জানালার গ্লাস ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন এলাকায় মহসিনের বাড়িতে। মহসিনের দাবি তার জমিটি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে কাঁচপুর উত্তরপাড়া এলাকার শাহ আলম তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এরআগে বুধবার দিবাগত গভীর রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযুক্ত শাহ আলম সোনারগাঁ উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকার মো: আক্কাছ আলীর ছেলে। অভিযোগসূত্রে জানাগেছে, ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মহসিন সোনারগাঁ থানাধীন কাঁচপুর মৌজাস্থিত সিএস ও এসএ দাগ নং-১১৬০, আরএস-২৬০৬ নং দাগে ৪৮ শতাংশ জমি হতে ১৬ শতাংশ সম্পত্তি ক্রয় করে বসতবাড়ি স্থাপন করে। এরপর থেকে কাঁচপুর উত্তর পাড়া এলাকার শাহ আলম জোরপূর্ব সম্পত্তিটি দখল করার জন্য একাধিকবার চেষ্টা চালায়। গত বুধবার গভীর রাতে শাহ আলম ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে উক্ত সম্পত্তিটি জোর পূর্বক দখল করার জন্য মূল গেইটের তালাসহ দুইটি কক্ষের তালা ভেঙ্গে ভিতওে ঢুকে চেয়ার টেবিল, বৈদ্যুতিক পাখা ও জানালার গ্লাস ভাঙচুর করে। এছাড়া বাড়ীর নামফলকও ভেঙ্গে ফেলার চেষ্টা করে। এরআগেও দুইবার শাহ আলম জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা করে সন্ত্রাসী বাহিনী দিয়ে। এ ব্যাপারে সোনারগাঁ থানায় একাধিক লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শাহ আলম জানায়, আমি কখনো সন্ত্রাসী কর্মকান্ড করি নাই। এই সম্পত্তির ওয়ারিশদের কাছ থেকে আমি জমি কিনেছি। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, দোষীদের আইনের আওতায় আনা হবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯