ডান্ডিবার্তা রিপোর্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ঢাকা উত্তর বিএনপির আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের প্রতিষ্ঠাতা সাবেক ফুটবলার আমিনুল ইসলাম। সোমবার (১১ নভেম্বর) বিকেল তিনটায় শহীদ নগর সিটি কর্পোরেশন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের চেতনা বুকে ধারণ করে আগামী দিনে পথ চলতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে দেশ যখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছিলো তখন দেশবাসীকে আলোর মুখ দেখিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমরা সেই আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবারো গণতন্ত্র কোন পুনঃপ্রতিষ্ঠা করবো। তিনি আরও বলেন মেজর জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশটি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। একই সাথে তিনি ছিলেন একজন দক্ষ ক্রীড়া সংগঠক। তিনি দেশের প্রতিটি জেলায় স্টেডিয়াম নির্মাণ করেছিলেন। ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে নানা পদক্ষেপ হাতে নিয়েছিলেন। আমরা নতুন প্রজন্মকে মাদক এবং সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আকৃষ্ট হওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে আজকের এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের মাধ্যমে গ্রাম থেকে শহরের সর্বোচ্চ অঞ্চলে খেলাধুলার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক তিনি দীর্ঘ ৯ মাস রণাঙ্গনের যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছিলেন। যিনি বাংলাদেশকে একটি উন্নয়ন ও সমিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছিলেন । তিনি আরও বলেন, খেলাধুলায় শরীর গঠন করে ও মাদক মুক্ত সমাজ গড়তে অগ্রণী ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মের কাছে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও তার কর্মকাণ্ড পৌঁছে দিতে চাই। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আমাদের আগামীর ভবিষ্যৎ রাষ্ট্রনায় আমাদের কর্ণধার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ ভূমিকা রাখবেন। যারা এই আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক সাবেক ফুটবলার রবিউল ইসলাম দেওয়ানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য ডা. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল সরদার, সাধারণ সম্পাদক আল আরিফ, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন দেওয়ান।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯