ডান্ডিবার্তা রিপোর্ট:
ফতুল্লা সংবাদদাতা: বিসিকে সকল প্রকার নৈরাজ্য ঠেকাতে মাঠে পাহারাদার হয়ে কাজ করছে ফতুল্লা থানা কৃষকদল। সোমবার (১১ নভেম্বর) সকালে বিসিক শিল্পাঞ্চলে একটি কারখানার শ্রমিকরা ভাঙচুর করতে চাইলে শক্তহাতে প্রতিরোধ করেন দলটির নেতাকর্মীরা। ফলে বাধ্য হয়েই বিসিক ছাড়তে বাধ্য হয় ওই শ্রমিকরা। সরেজমিনে দেখা গেছে, বকেয়া বেতনের দাবিতে অবন্তী কালার নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিসিকে ঢুকে কয়েকটি কারখানা ভাঙচুর করতে শুরু করে। খবর পেয়ে সাথে সাথে ফতুল্লা থানা কৃষকদলের শত শত নেতাকর্মীরা এসে প্রতিরোধ গড়ে তোলেন। পরে বিক্ষোব্ধ শ্রমিকরা বিসিক ছেড়ে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে গিয়ে বিক্ষোভ শুরু করে। এ বিষয়ে ফতুল্লা থানা কৃষকদলের সদস্য সচিব সুমন আহমেদ বলেন, আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে কিছু শ্রমিক ইউনিয়নের নেতারা একটা উদ্ভট পরিস্থিতি তৈরি করতে মাঠে নেমেছেন। আর তারা এসমস্ত কাজে শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আপনাদের সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে। আমরা আপনাদের কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন হতে দেবো না। তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের ইন্ধনে যারাই বিসিকে নৈরাজ্য করার চেষ্টা করবে তাদেরকে কঠোর হাতে প্রতিরোধ করা হবে। কোন অবস্থাতেই বিসিকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে দেবো না। তাদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে আমরা ফতুল্লা থানা কৃষকদল মাঠে আছি, থাকবো। এসময় উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব সাইফুল রহমান, কৃষক দল নেতা মামুন, লাবু, আজিম, সোহেল ও জাকিরসহ আরও অনেকে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯