ডান্ডিবার্তা রিপোর্ট:
নভেম্বর ২০২৪ খ্রি. সোমবার বিকাল ৪টায় ‘সমমনা’র উদ্যোগে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের উন্মুক্ত প্রাঙ্গণে ঐতিহাসিক শহীদ বেতিয়ারা দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমমনার সভাপতি সালাউদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ্র চন্দ সাহা। সভায় বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক নারায়ণগঞ্জের সকল নাগরিক আন্দোলনের প্রাণপুরুষ রফিউর রাব্বি, কেন্দ্রীয় খেলাঘরের সহ সভাপতি রথীন চক্রবর্তী, ন্যাপ নেতা এড. আওলাদ হোসেন, সমমনার উপদেষ্টা দুলাল সাহা, প্রগতি লেখক সংঘের নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাকির হোসেন প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় নেতা নিখিল দাস, কবি রঘু অভিজিৎ রায়, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, উন্মেষ সভাপতি এড. প্রদীপ ঘোষ বাবু, সমমনার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ভূইয়া, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, মহিলা পরিষদের নেত্রী শোভা সাহা প্রমূখ। বক্তাগণ বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে ও মুক্তিযোদ্ধের আকাক্সক্ষা বাস্তবায়নে সকল প্রগতিশীল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯