ডান্ডিবার্তা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জে নাসিক তিন নং ওয়ার্ডের মাদানীনগর এলাকায় চুরির অপবাদ দিয়ে মধ্য রাতে মো. রাব্বি নামে ১০ বছরের এক শিশুকে ঘুম থেকে তুলে নিয়ে হাত-পা বেধেঁ অমানুষিক মারধর করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন- মো. আম্মি (৩৮), রেজাউল (৩৯) পিতা মৃত হাবিব ও মো. সাইদুল ইসলাম (৪১)। শিশু রাব্বির চাচা মো. আল- আমিন বলেন, আমার বাড়িওয়ালা আম্মির ঘরে গত ৪ নভেম্বর তারিখে চুরির ঘটনার অপবাদ দিয়ে শনিবার দিবাগত রাত ১ টার সময় ওই তিন ব্যক্তি আমার বাসায় এসে আমার ভাতিজা শিশু রাব্বিক ঘুম থেকে তুলে নিয়ে যায় তাদের ঘরে। এ সময় রাব্বিকে ঘরের মধ্য হাত পা বেঁধে মারধর শুরু করে এবং আমাকে এবং আমার মাকে তারা বের করে দেয়। রাতভর চলে রাব্বির উপর শারীরিক নির্যাতন। শিশু রাব্বি বার বার বলছিল আমি চুরি করিনি। কিন্তু তারা কোন কথাই শুনেনি। মারধরে শিশু রাব্বি জ্ঞান হারায়। পরে জ্ঞান ফেরার পরে তাকে বলে তুই চুরি করেছিস তুন ভরি স্বর্ণালংকার এ কথা স্বীকার করলে তোকে আর মারবনা এবং ছেড়ে দেব। মারধরে শিশু রাব্বি ভয়ে তাদের শেখানে কথামতো স্বীকার করে এ সময় তারা তা মোবাইলে রেকর্ড করে শিশু রাব্বিকে ছেড়ে দেয়। পরে শিশু রাব্বিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। রাব্বির চাচা মো. আল আমিন আরও বলেন, এর আগে শনিবার সকালে অভিযুক্ত রেজাউল আমার কাছে এসে বলেন ৫ লাখ টাকা দিয়ে দাও আমি ঝামেলা মিটিয়ে দেই। আল আমিন বলেন, আমরা গরীব মানুয়। আমি এলাকায় লন্ড্রী ব্যবসা করি। আমার ভাতিজা চুরি করেনি একাধিকবার বলল হাতে পায়ে ধরেছে আমিও তাদের হাতে পায়ে ধরেছি মিথ্যা অপবাদ না দেওয়ার জন্য এবং রাব্বিকে মারধর না করার জন্য কিন্তু মানুষরুপী পশুদের মন গলাতে পারিনি। এদিকে শিশু রাব্বিকে মিথ্যা চুরির অভিযোগে রাতভর মারধর করে শরীরে নীলাফুলা জখম দেখে এলাকাবাসী ধিক্কার জানান আম্মি, রেজাউল ও সাইদুলকে। তারা অবিলম্ভে শিশু রাব্বি নির্যাতনকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার এসআই মঞ্জুরুল ইসলাম বলেন, অভিযোগ আজকে দিয়েছে আমি এখনে হাতে পাইনি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯