ডান্ডিবার্তা রিপোর্ট:
গত ৫ ই আগষ্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে পতন হয় আওয়ামীলীগ সরকারের। শেখ হাসিনার পতনের পরপর নতুন প্রেক্ষাপটে রাজনীতির মাঠে চাঙা হয়ে উঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বর্তমানে বিএনপির রাজনীতির মাঠকে অনেকটাই চাঙ্গা করে রেখেছেন। আর এই সুযোগে যারা আওয়ামীলীগ সরকারের সুবিধা ভোগ করেছেন এবং আওয়ামীলীগের হাইব্রিড কর্মী হিসেবে নিজেদের আধিপত্য টিকিয়ে রেখেছিলেন সেই হাইব্রিডরাই রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন নাসিক ৬নং ওয়ার্ডে বিএনপি ‘নেতাকর্মী’ সেজে আবার আধিপত্য বিস্তারের পায়তারা করছেন। দাপট দেখাতে শুরু করেছেন নিজ এলাকায় নতুন রাজনৈতিক পরিচয়ে।হাইব্রিডদের যোগসাজসে আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন দখল, চাঁদাবাজি আর অপকর্মে জড়িয়ে পড়ছেন অনেকে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। নাসিক ৬নং ওয়ার্ডের স্থানীয়রা অভিযোগ করে বলেন, সিরাজ মন্ডল এর বড় ছেলে জাহিদের সম্বন্ধি বাইট্টা রনি ও আরিফ আওয়ামীলীগ কর্মী ছিলেন। আরিফ সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য। বাইট্টা রনি ও আরিফের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে হত্যাক্যান্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। যারা আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে।ছাত্র জনতার আন্দোলনের সময় যারা নির্বিচারে গুলি করে সাধারণ মানুষদের হত্যা করেছে, এরাই স্বৈরশাসকদের দোসর। রনি ও আরিফ আওয়ামী লীগ নেতাদের সাথে কাঁধ মিলিয়ে গণহত্যা চালিয়েছে, তাদেরকে এখন দেখা যাচ্ছে বিএনপির মিছিল মিটিংয়ে। ছাত্র জনতার রক্তের সাথে বেইমানী করে এখন তারা ভোল পাল্টে ফেলে বিএনপি নেতা সাজার চেষ্টা করছে।রনি ও আরিফরা আসলে কোনও দলকে ভালোবাসে না, এরা ভালোবাসে ক্ষমতাকে। তাই যে দল ক্ষমতায় এরা সেই দলের কর্মী সমর্থক হয়ে যায়। এরাই হলো ইতিহাসের শরিফ থেকে শরিফা হওয়ার মূল কারিগর। এরা পট পরিবর্তনের সাথে সাথে ঝোপ বুঝে কোপ মারায় বিশেষ পারদর্শী। সারাদেশে দলের বদনাম করতে হাইব্রিড রনি-আরিফরাই যথেষ্ট। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় রনি-আরিফদের দলে জায়গা করে দেয় কে? আসলে রাজনীতির খেলাটাতো মনে হয় ওই জায়গায়। গুঞ্জণ আছে মোটা অংকের অর্থ লেনদেনের মাধ্যমে একটা শ্রেনীর নেতারা তাদের দলে ঠাঁই করে দেয়। ফলে ভবিষ্যতে হাই হাইব্রিডদের কারণেই দলের ১২টা বাজবে। আমরা কোনো গণহত্যাকারী স্বৈরশাসক ও তার কর্মী দোসরদের দলে দেখতে চাইনা।এরা বসন্তের কোকিল, এদেরকে বয়কট করুন। আমরা সাধারণ মানুষ চাই শান্তি। তাই সুনামধন্য রাজনৈতিক সংগঠন বিএনপি নেতৃবৃন্দের কাছে আমাদের দাবি, দয়া করে আপনারা হাইব্রিড ও বিতর্কিত কোনো কর্মী দলে ঠাঁই দিবেন না। এরা সুযোগ বুঝে বুকে ছুরি বসাতেও দ্বিধা করবে না। এ বিষয়ে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা বলেন,দলের সুসময়ে অনেক সুযোগ সন্ধানী বা হাইব্রীড কর্মীরা কৌঁশলে দলে অনুপ্রবেশ করতে চাইবে, এ ব্যাপারে আমরা তৎপর আছি। কোনও বিতর্কিত হাইব্রিড কর্মীদের দলে ঠাঁই দেওয়া হবে না। যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, ১৬ বছর ধরে দেশটা লুটেপুটে খেয়েছে তাদের কোনো কর্মী আমাদের প্রয়োজন নেই।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯