ডান্ডিবার্তা রিপোর্ট:
সোনারগাঁ উপজেলা জি.আর ইন্সটিটিউট মিলনায়তনে এইচ.এস.সি ও সমমানের পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সোনারগাঁ উপজেলা শাখা। রোববার ১০ নভেম্বর সোনারগাঁ উপজেলা শাখার আহ্বায়ক মোমেন হাসান প্রান্তের সভাপতিত্বে ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জুম্মি আক্তারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাইদুর রহমান, উপজেলার সাধারণ সম্পাদক হাসিবা হাসনাত সামিয়াসহ সোনারগাঁ উপজেলার নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে সৈকত আরিফ বলেন, আপনারা জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের সামনে বিশ্বজয় করার সুযোগ রয়েছে। আমাদের দেশকে গড়ে তুলতে হবে সেজন্য নিজেকে তৈরী করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে সৈকত আরিফ আরো বলেন, বাংলাদেশ এক ঐতিহাসিক মুহূর্ত পার করছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই আন্দোলনে আমরা দেখেছি স্কুল-কলেজের শিক্ষার্থীরা সর্বত্রভাবে যুক্ত ছিলেন। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতনের পরে শিক্ষার্থীদের এখন দেশ গঠনের কাজেও যুক্ত হতে হয়েছে। সকল মানুষের জন্য বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুতি করে তুলতে হবে। নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি সাইদুর রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তি এবং খুনি হাসিনার পতনের লড়াইয়ে অগ্রভাগে ভূমিকা রেখেছে বর্তমান তরুণ সমাজ। এই তরুণদের বড় অংশ ছিলো স্কুল-কলেজ পড়ুয়া এবং এবারের পরীক্ষার্থীরা। তরুণদের এই সাহসী ও সক্রিয় ভুমিকা এবং নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের আকাঙ্খা অসংখ্য সম্ভাবনার দার উন্মোচন করে। ২৪ গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন এবং গণতান্ত্রিক শিক্ষাঙ্গণ ও রাষ্ট্র বিনির্মাণে এই তরুণদেরই ভূমিকায় থাকতে হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ এবং সক্রিয় থাকার কোনো বিকল্প নেই। সভাপতির বক্তব্যে মোমেন হাসান প্রান্ত বলেন, আপনারা জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন। আপনারা প্রাতিষ্ঠানিক জ্ঞান লাভের পাশাপাশি মানবিক জ্ঞান অর্জন ও ভালো মানুষ হয়ে গড়ে উঠবেন এ আশা রাখি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল বিষয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সকল শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন এবং সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯