আজ শুক্রবার | ১৫ নভেম্বর ২০২৪ | ৩০ কার্তিক ১৪৩১ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ৪:২৫

দুর্নীতিবাজরা এখনো বহাল তবিয়তে

ডান্ডিবার্তা | ১২ নভেম্বর, ২০২৪ | ৮:৩২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে শ্রম পরিদর্শকের স্বাক্ষর জালিয়াতির ঘটনার লিখিত অভিযোগ দেয়ার পর ৩ বছর অতিবাহিত হলেও তদন্ত শেষই হচ্ছে না। প্রধান কার্যালয় থেকে গঠিত ২টি তদন্ত কমিটি  সাবেক উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া এবং তৎকালিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বাপ্পারাজের বিরুদ্ধে তদন্ত করেন। অধিদপ্তরের ২ জন যুগ্ন মহাপরিদর্শক পৃথক পৃথক তদন্ত কমিটির আহবায়ক হিসাবে এই তদন্ত করেন। তদন্ত কমিটি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং কর্মকর্তা ও কর্মচারীদের স্বাক্ষ্য গ্রহন করে তাদের তদন্ত রিপোর্ট পেশ করেন। তারপরেও তদন্ত শেষ হচ্ছে না। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের অফিস সূত্র থেকে জানা যায়,বিগত ৫/৮/২০২১ ইং তারিখে দপ্তরের শ্রম পরিদর্শক(সাধারণ) নেছার উদ্দিন আহম্মেদ তার স্বাক্ষর জালিয়াতির বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করার জন্য সাবেক উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়ার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। লিখিত অভিযোগপত্রে বলা হয়,ইউনাইটেড লেদার ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিমিটেড, মৈকুলি, রূপগঞ্জ, নায়ায়ণগঞ্জ”যার লাইসেন্স নং-৮৯৬৬/নারায়ণগঞ্জ,ক্যাটাগরি-এ’এর কারখানা লাইসেন্স প্রদান,নবায়ন ও নকশা অনুমোদন সংক্রান্ত নথিতে ২০২০-২০২১ সালের নবায়ন সংক্রান্ত নোটাংশের ৭ নং অনুচ্ছেদে যে স্বাক্ষর পাওয়া গেছে তা নকল বলে সনাক্ত করা হয়। এমনকি এই কারখানাটি বিগত ৬/৭/২০২০ ইং তারিখে সরেজমিনে পরিদর্শন দেখানো হয়। অথচ অভিযোগকারী এই কারখানাটি উক্ত তারিখে পরিদর্শন করেননি। পরিদর্শকের স্বাক্ষর নকল করে উক্ত তারিখে পরিদর্শন ও সুপারিশ দেখিয়ে উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া কারখানার লাইসেন্সটি নবায়ন করে দেন। বিষয়টি জানাজানি হলে উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া ও ক্ষমতাধর অফিস সহকারী কাম কম্পিউটার মৃদ্রাক্ষরিক বাপ্পারাজ কারখানার অনুমোদন সংক্রান্ত নথি আটকে রেখে দেন। অভিযোগকারী শ্রম পরিদর্শক (সাধারণ) নেছার উদ্দিন আহম্মেদ মৌখিকভাবে উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়াকে জানালে তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন। লিখিত অভিযোগ দেয়ার পরও কোন ব্যবস্থা নেয়নি। স্বাক্ষর জালিয়াতির লিখিত অভিযোগপত্রে উক্ত নোটাংশের স্বাক্ষরটি গ্রাফোলজি টেস্ট পূর্বক তদন্ত করে প্রকৃত দোষীকে সনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়। অথচ উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া কোন ব্যবস্থাই গ্রহন করেননি। এমনকি অভিযোগকারীর দেয়া অভিযোগপত্রটিও ফাইলে পাওয়া যাচ্ছে না। এছাড়া সৌমেন বড়ুয়া কারখানার লাইসেন্স ফাইলে পরিদর্শকের সুপারিশ ছাড়াই নবায়ন করে দিয়ে ছিল। এই ঘটনায় সাথে উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া নিজে ও অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক বাপ্পারাজকে বাঁচাতে স্বাক্ষর জালিয়াতির তদন্ত করেননি। জালিয়াতির ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য অভিযোগপত্রটি গায়েব করে দেন। এই স্বাক্ষর জালিয়াতির ঘটনার সাথে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তৎকালিন উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া এবং তৎকালিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বাপ্পারাজ জড়িত রয়েছে।এই দুইজন পরস্পর যোগসাজস করেই অভিযোগপত্রটি গায়েব করে দিয়েছে। ফলে এই বিষয়ে কোন তদন্ত করা হয়নি। তবে নানা অনিয়ম ও অভিযোগের কারনে সাবেক উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়াকে রংপুর জেলা কার্যালয়ে এবং ক্ষমতার দাপট দেখানো সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার মৃদ্রাক্ষরিক বাপ্পারাজকে দিনাজপুর জেলা কার্যালয়ে বদলি করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়াকে রংপুর থেকে ফরিদপুর জেলা কার্যালয়ে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মৃদ্রাক্ষরিক বাপ্পারাজকে দিনাজপুর থেকে মানিকগঞ্জ জেলা কার্যালয়ে বদলী হয়ে আসেন।  এদিকে অত্র দপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) নেছার উদ্দিন আহম্মেদ’র নামে বরাদ্দকৃত মোটর সাইকেলের বিপরীতে ক্রয়কৃত অকটেন বিলের বিররণী ফাইলে স্বাক্ষর জালিয়াতি করে উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া জেনে শুনে স্বাক্ষর করে বিল উত্তোলন করেছেন। এছাড়া ২টি বিলে স্বাক্ষর ছাড়াই বিল উত্তোলন করা হয়। তেলের বিলের স্বাক্ষর জালিয়াতির বিষয়টি ধামাচাপা দেয়া হয়েছে বলে গুঞ্জন উঠেছে। প্রাথমিক তদন্তকারী কর্মকর্তাদের তদন্ত রহস্যজনক বলে মনে হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১১:৪৬
  • ১৫:৩৯
  • ১৭:১৮
  • ১৮:৩৪
  • ৬:১০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা