ডান্ডিবার্তা রিপোর্ট:
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে শ্রম পরিদর্শকের স্বাক্ষর জালিয়াতির ঘটনার লিখিত অভিযোগ দেয়ার পর ৩ বছর অতিবাহিত হলেও তদন্ত শেষই হচ্ছে না। প্রধান কার্যালয় থেকে গঠিত ২টি তদন্ত কমিটি সাবেক উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া এবং তৎকালিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বাপ্পারাজের বিরুদ্ধে তদন্ত করেন। অধিদপ্তরের ২ জন যুগ্ন মহাপরিদর্শক পৃথক পৃথক তদন্ত কমিটির আহবায়ক হিসাবে এই তদন্ত করেন। তদন্ত কমিটি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং কর্মকর্তা ও কর্মচারীদের স্বাক্ষ্য গ্রহন করে তাদের তদন্ত রিপোর্ট পেশ করেন। তারপরেও তদন্ত শেষ হচ্ছে না। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের অফিস সূত্র থেকে জানা যায়,বিগত ৫/৮/২০২১ ইং তারিখে দপ্তরের শ্রম পরিদর্শক(সাধারণ) নেছার উদ্দিন আহম্মেদ তার স্বাক্ষর জালিয়াতির বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করার জন্য সাবেক উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়ার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। লিখিত অভিযোগপত্রে বলা হয়,ইউনাইটেড লেদার ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিমিটেড, মৈকুলি, রূপগঞ্জ, নায়ায়ণগঞ্জ”যার লাইসেন্স নং-৮৯৬৬/নারায়ণগঞ্জ,ক্যাটাগরি-এ’এর কারখানা লাইসেন্স প্রদান,নবায়ন ও নকশা অনুমোদন সংক্রান্ত নথিতে ২০২০-২০২১ সালের নবায়ন সংক্রান্ত নোটাংশের ৭ নং অনুচ্ছেদে যে স্বাক্ষর পাওয়া গেছে তা নকল বলে সনাক্ত করা হয়। এমনকি এই কারখানাটি বিগত ৬/৭/২০২০ ইং তারিখে সরেজমিনে পরিদর্শন দেখানো হয়। অথচ অভিযোগকারী এই কারখানাটি উক্ত তারিখে পরিদর্শন করেননি। পরিদর্শকের স্বাক্ষর নকল করে উক্ত তারিখে পরিদর্শন ও সুপারিশ দেখিয়ে উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া কারখানার লাইসেন্সটি নবায়ন করে দেন। বিষয়টি জানাজানি হলে উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া ও ক্ষমতাধর অফিস সহকারী কাম কম্পিউটার মৃদ্রাক্ষরিক বাপ্পারাজ কারখানার অনুমোদন সংক্রান্ত নথি আটকে রেখে দেন। অভিযোগকারী শ্রম পরিদর্শক (সাধারণ) নেছার উদ্দিন আহম্মেদ মৌখিকভাবে উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়াকে জানালে তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন। লিখিত অভিযোগ দেয়ার পরও কোন ব্যবস্থা নেয়নি। স্বাক্ষর জালিয়াতির লিখিত অভিযোগপত্রে উক্ত নোটাংশের স্বাক্ষরটি গ্রাফোলজি টেস্ট পূর্বক তদন্ত করে প্রকৃত দোষীকে সনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়। অথচ উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া কোন ব্যবস্থাই গ্রহন করেননি। এমনকি অভিযোগকারীর দেয়া অভিযোগপত্রটিও ফাইলে পাওয়া যাচ্ছে না। এছাড়া সৌমেন বড়ুয়া কারখানার লাইসেন্স ফাইলে পরিদর্শকের সুপারিশ ছাড়াই নবায়ন করে দিয়ে ছিল। এই ঘটনায় সাথে উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া নিজে ও অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক বাপ্পারাজকে বাঁচাতে স্বাক্ষর জালিয়াতির তদন্ত করেননি। জালিয়াতির ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য অভিযোগপত্রটি গায়েব করে দেন। এই স্বাক্ষর জালিয়াতির ঘটনার সাথে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তৎকালিন উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া এবং তৎকালিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বাপ্পারাজ জড়িত রয়েছে।এই দুইজন পরস্পর যোগসাজস করেই অভিযোগপত্রটি গায়েব করে দিয়েছে। ফলে এই বিষয়ে কোন তদন্ত করা হয়নি। তবে নানা অনিয়ম ও অভিযোগের কারনে সাবেক উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়াকে রংপুর জেলা কার্যালয়ে এবং ক্ষমতার দাপট দেখানো সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার মৃদ্রাক্ষরিক বাপ্পারাজকে দিনাজপুর জেলা কার্যালয়ে বদলি করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়াকে রংপুর থেকে ফরিদপুর জেলা কার্যালয়ে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মৃদ্রাক্ষরিক বাপ্পারাজকে দিনাজপুর থেকে মানিকগঞ্জ জেলা কার্যালয়ে বদলী হয়ে আসেন। এদিকে অত্র দপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) নেছার উদ্দিন আহম্মেদ’র নামে বরাদ্দকৃত মোটর সাইকেলের বিপরীতে ক্রয়কৃত অকটেন বিলের বিররণী ফাইলে স্বাক্ষর জালিয়াতি করে উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া জেনে শুনে স্বাক্ষর করে বিল উত্তোলন করেছেন। এছাড়া ২টি বিলে স্বাক্ষর ছাড়াই বিল উত্তোলন করা হয়। তেলের বিলের স্বাক্ষর জালিয়াতির বিষয়টি ধামাচাপা দেয়া হয়েছে বলে গুঞ্জন উঠেছে। প্রাথমিক তদন্তকারী কর্মকর্তাদের তদন্ত রহস্যজনক বলে মনে হচ্ছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯