আজ শুক্রবার | ১৫ নভেম্বর ২০২৪ | ৩০ কার্তিক ১৪৩১ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৭:৫১

বাজার নিয়ন্ত্রণ ও জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করুণ

ডান্ডিবার্তা | ১২ নভেম্বর, ২০২৪ | ৮:৩৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণ ও আইন আইন শৃঙ্খলার উন্নয়ন করে জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করা’সহ দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবিতে কমিউনিস্ট পার্টি’র  দেশব্যাপী ‘শোষণ বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আড়াইহাজার পাঁচরুখি এলাকায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আড়াইহাজার থানা সিপিবির উদ্যোগে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৪ টায় বান্টি বাজারে এ সমাবেশ করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন আড়াইহাজার থানা কমিটির সভাপতি লোকনাথ বর্মণ,  বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ইকবাল হোসেন, জেলা কমিটির সদস্য শ্রমিক নেতা এম এ শাহীন, জেলা কমিটির সদস্য নুরুল ইসলাম, কৃষক নেতা মনিরুজ্জামান চন্দন ও রুহি দাস প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী সরকার গত ১৬ বছর দুঃশাসন চালিয়ে দেশের জনগণের কাঁধের ওপর পথরের মতো চেপে বসে ছিলো। গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী-ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বুলেটের সামনে ছাত্র-শ্রমিক-জনতা বুক পেতে দিয়ে মরণপণ লড়াই করে অকাতরে জীবন দিয়েছে। সহস্রাধিক মানুষের বীরোচিত আত্মদানের বিনিময়ে দেশে এখন কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের মানুষ নতুন করে মুক্তির স্বাদ পেয়েছে। পতিত স্বৈরাচারী সরকারের শাসনামলে জনগণের ওপর নিষ্ঠুর নিপীড়ন চালানো হয়েছে। জনগণের ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল।  অন্তর্বর্তীকালীন সরকারকে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে জনজীবনে স্বস্তি ফেরাতে হবে। দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা ও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গণতন্ত্র জাগড়নযাত্রার পথসভা নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রকৃত রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে। অতীতে যারা সরকার ক্ষমতায় ছিলো তাঁদের দিয়ে জনগণের মুক্তি হবে না। দেশপ্রেমের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বাম-প্রগতিশীল দেশপ্রেমিক ও প্রকৃত গণতান্ত্রিক শক্তিকে নিয়ে বিকল্প সরকার কায়েম করতে হবে। কৃষক শ্রমিক মেহনতি সাধারণ মানুষ কে কমিউনিস্ট পার্টি’র লাল পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯
  • ১১:৪৭
  • ১৫:৩৭
  • ১৭:১৬
  • ১৮:৩২
  • ৬:১৩
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা