ডান্ডিবার্তা রিপোর্ট:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণ ও আইন আইন শৃঙ্খলার উন্নয়ন করে জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করা’সহ দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবিতে কমিউনিস্ট পার্টি’র দেশব্যাপী ‘শোষণ বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আড়াইহাজার পাঁচরুখি এলাকায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আড়াইহাজার থানা সিপিবির উদ্যোগে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৪ টায় বান্টি বাজারে এ সমাবেশ করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন আড়াইহাজার থানা কমিটির সভাপতি লোকনাথ বর্মণ, বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ইকবাল হোসেন, জেলা কমিটির সদস্য শ্রমিক নেতা এম এ শাহীন, জেলা কমিটির সদস্য নুরুল ইসলাম, কৃষক নেতা মনিরুজ্জামান চন্দন ও রুহি দাস প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী সরকার গত ১৬ বছর দুঃশাসন চালিয়ে দেশের জনগণের কাঁধের ওপর পথরের মতো চেপে বসে ছিলো। গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী-ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বুলেটের সামনে ছাত্র-শ্রমিক-জনতা বুক পেতে দিয়ে মরণপণ লড়াই করে অকাতরে জীবন দিয়েছে। সহস্রাধিক মানুষের বীরোচিত আত্মদানের বিনিময়ে দেশে এখন কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের মানুষ নতুন করে মুক্তির স্বাদ পেয়েছে। পতিত স্বৈরাচারী সরকারের শাসনামলে জনগণের ওপর নিষ্ঠুর নিপীড়ন চালানো হয়েছে। জনগণের ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারকে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে জনজীবনে স্বস্তি ফেরাতে হবে। দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা ও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গণতন্ত্র জাগড়নযাত্রার পথসভা নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রকৃত রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে। অতীতে যারা সরকার ক্ষমতায় ছিলো তাঁদের দিয়ে জনগণের মুক্তি হবে না। দেশপ্রেমের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বাম-প্রগতিশীল দেশপ্রেমিক ও প্রকৃত গণতান্ত্রিক শক্তিকে নিয়ে বিকল্প সরকার কায়েম করতে হবে। কৃষক শ্রমিক মেহনতি সাধারণ মানুষ কে কমিউনিস্ট পার্টি’র লাল পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯