আজ বৃহস্পতিবার | ১৪ নভেম্বর ২০২৪ | ২৯ কার্তিক ১৪৩১ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৮:৫২

বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও র‍্যালি 

ডান্ডিবার্তা | ১২ নভেম্বর, ২০২৪ | ৮:৪৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। (১২ নভেম্বর) মঙ্গলবার বিকেলে অত্র উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগে অনুষ্ঠিত সমাবেশে দলটির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দরা র‍্যালি বের করেন। র‍্যালিটি দেওয়ানবাগ থেকে শুরু হয়ে মদনপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। যেখানে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন ও প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মোঃ আবু আল-ইউসুফ খাঁন টিপু উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন বলেন, ‘ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তিকে রুখে দিতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ১৯৭১ সালে যখন এ দেশের মানুষ অন্ধকারে নিমজ্জিত ও দিশেহারা, তখন প্রিয় নেতা জিয়াউর রহমানের দেয়া স্বাধীনতার ঘোষণায় জাতি দিশা খুজে পায়। জীবনকে বাজি রেখে রনাঙ্গণে যুদ্ধ করে জিয়াউর রহমান দেশকে স্বাধীন করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে ৭ নভেম্বর জিয়াউর রহমানকে মুক্ত করে তাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন। তাই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শ্রদ্ধার সাথে পালিত হবে’। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের সঞ্চালনায় এসময়  বিশেষ অতিথি হিসেবে মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ফতেহ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা ও মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, বন্দর উপজেলা বিএনপি নেতা মীর আব্দুর রহিম ও আমিনুল ইসলাম ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা শরিফ হোসেন, বন্দর উপজেলা যুবদল নেতা বাবুল মিয়া, মদনপুর ইউনিয়ন যুবদল নেতা বাদল মিয়া ও জহিরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১১:৪৬
  • ১৫:৩৯
  • ১৭:১৮
  • ১৮:৩৪
  • ৬:১০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা