ডান্ডিবার্তা রিপোর্ট:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। (১২ নভেম্বর) মঙ্গলবার বিকেলে অত্র উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগে অনুষ্ঠিত সমাবেশে দলটির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দরা র্যালি বের করেন। র্যালিটি দেওয়ানবাগ থেকে শুরু হয়ে মদনপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। যেখানে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন ও প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মোঃ আবু আল-ইউসুফ খাঁন টিপু উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন বলেন, ‘ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তিকে রুখে দিতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ১৯৭১ সালে যখন এ দেশের মানুষ অন্ধকারে নিমজ্জিত ও দিশেহারা, তখন প্রিয় নেতা জিয়াউর রহমানের দেয়া স্বাধীনতার ঘোষণায় জাতি দিশা খুজে পায়। জীবনকে বাজি রেখে রনাঙ্গণে যুদ্ধ করে জিয়াউর রহমান দেশকে স্বাধীন করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে ৭ নভেম্বর জিয়াউর রহমানকে মুক্ত করে তাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন। তাই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শ্রদ্ধার সাথে পালিত হবে’। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ফতেহ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা ও মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, বন্দর উপজেলা বিএনপি নেতা মীর আব্দুর রহিম ও আমিনুল ইসলাম ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা শরিফ হোসেন, বন্দর উপজেলা যুবদল নেতা বাবুল মিয়া, মদনপুর ইউনিয়ন যুবদল নেতা বাদল মিয়া ও জহিরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯