ডান্ডিবার্তা রিপোর্ট:
পয়ত্রিশ (৩৫) ড্রেজার জলযান কাজের অগ্রগতি সম্পর্কে জানতে নারায়ণগঞ্জ জেলার বন্দরের কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিদর্শন করলেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অবসর) এম. সাখাওয়াত হোসেন। বুধবার (১৩ নভেম্বর) সকালে তিনি কর্ণফুলী শিপ বিল্ডার্স লিঃ এর পয়ত্রিশ (৩৫) ড্রেজার জলযান প্রকল্পের খোঁজ খবর নেন এবং কাজের অগ্রগতির প্রশংসা করেন। সাখাওয়াত হোসেন শিশুশ্রম বন্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন- কিছুতেই শিশু শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না এবং কর্মকর্তা ও সকল শ্রমিকের রক্তের গ্রুপ সহ সকলকে তিনি নেমপ্লেট ব্যবহারের কথা বলেন। এছাড়াও সাখাওয়াত হোসেন আরও বলেন- আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের জাহাজ শিল্প যাহাতে আরও বেশী অগ্রাধিকার পায় এবং আমাদের শিল্প উন্নত মানের ও বিশ্বে পছন্দনীয় হয় এরকম কর্মপরিকল্পনা আমাদের থাকতে হবে। তবেই আমাদের কর্ম সার্থক হবে। কর্ণফুলী শিপ বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম. এ. রশিদ বলেন- বাংলাদেশে আমাদের এখানে তৈরি হচ্ছে বিশ্বমানের জাহাজ ও কার্গো বোর্ড সহ বিভিন্ন ধরনের নৌ-যান। দেশের প্রযুক্তিবিদ ও নির্মাণ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ, জাহাজ নির্মাণ শিল্পের নিজস্ব টেকনিশিয়ান শ্রমিকগণ এ প্রতিষ্ঠানে কাজ করছেন। জাপান ও চীন সহ অন্যান্য দেশের তুলনায় কম খরচে রপ্তানিযোগ্য জাহাজ নির্মাণের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিদেশীরাও আমাদের বাংলাদেশে এ-ই বিকাশমান নির্মাণ শিল্পে বিশাল বিনিয়োগে আগ্রহী। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- কর্ণফুলী শিপ বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম. এ. রশিদ, কর্ণফুলী শিপ বিল্ডার্স’র লি. এডভাইজার লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, ব্রিগেডিয়ার মোহাম্মদ হালিম, নির্বাহী পরিচালক এনায়েতুল্লাহ মিঠু, এক্সিকিউটিভ ডাইরেক্টর সামিউল নাহিআল, নারায়ণগঞ্জ সদর নৌ-থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল হক, কর্ণফুলী শিপ বিল্ডার্স এর ম্যানেজার মোঃ মহসিন প্রমূখ।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯