ডান্ডিবার্তা রিপোট:
বন্দরে অটো চাপায় আয়েশা আক্তার (৪) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আটক অটো চালককে ছেড়ে দেয়ার ক্ষোভে গত মঙ্গলবার রাতে চালককে গ্রেপ্তারের দাবিতে কাফন পড়ানো লাশ মিছিল ও সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা ও নিহত শিশুর স্বজনরা। গত মঙ্গলবার দুপুরে বাজুরবাগ পাকা রাস্তা বাতেন মিয়ার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু মুছাপুর ইউপির পিচকামতাল গ্রামের রাজু মিয়ার মেয়ে। সন্ধ্যায় নিহত শিশুর জানাজা শেষে দাফনের আগ মুহুর্তে অটো চালক মাহমুদ মিয়ার শ্বশুর নুরু মিয়ার উচ্চবাচ্য কথাবার্তায় কবরস্থানে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে লাশ দাফন না করেই লাশ নিয়ে লাঙ্গলবন্দ বাজার এলাকায় মিনারবাড়ি-লাঙ্গলবন্দ সড়কে অবস্থান নেন বিক্ষুদ্ধ জনতা ও নিহতের শিশুর স্বজনরা। পরে রাতে সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন ও পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় বুধবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলে রাতে লাশ দাফন করা হয়। বিক্ষদ্ধ এলাকাবাসীর অভিযোগ, বাজুরবাগ গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মাহমুদ সব সময় নিয়ন্ত্রণহীন ভাবে ও বেপরোয়া গতিতে অটো চালায়। বহুবার নিষেধ করা হলেও তার ইচ্ছে মতো অটো চালায়। গ্রামীন রাস্তায় নিয়ন্ত্রণহীন ভাবে দ্রুত গতীতে চালানোর কারণে শিশু শিক্ষার্থী আয়েশা আক্তারের মৃত্যু হয়েছে। বেপরোয়া ভাবে চালানোর কারণে মেধাবী শিশুর মৃত্যুর দায়ি করে চালক মাহমুদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে অটো চালক মাহমুদ মিয়াকে আটক করে রেখেছিল এলাকাবাসী। পরে আটক চালক মাহমুদের শ্বশুর নুরু মিয়া কৌশলে ছাড়িয়ে আনেন। ঘাতক চালক মাহমুদ জানাজায় উপস্থিত না থাকায় ক্ষিপ্ত হয়ে জানাজা শেষে নুরু মিয়ার সঙ্গে কাথা কাটাকাটির বিষয়টি নিয়ে কবস্থান মাঠে উত্তেনা ছড়িয়ে পড়ে। পরে কামতাল তদন্ত কেন্দ্র ও বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘাতক অটো চালক মাহমুদ বাজুরবাগ গ্রামের মো. জালাল মিয়ার ছেলে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯