আজ বৃহস্পতিবার | ১৪ নভেম্বর ২০২৪ | ২৯ কার্তিক ১৪৩১ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ৯:৫৬

লামাপাড়া নয়ামাটিতে ত্রিরত্নের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী!

ডান্ডিবার্তা | ১৩ নভেম্বর, ২০২৪ | ৯:৩৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোট:

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের লামাপাড়া নয়ামাটি এলাকার আলোচিত ও সমালোচিত মোফাজ্জল হোসেন চুন্নু,রানা মোল্লা এবং তোফাজ্জল হোসেন। মৃত. তালেব হোসেন পুইক্কার এ তিন গুনধর সন্তান। মোফাজ্জল হোসেন চুন্নু এবং রানা মোল্লা বিগত প্রায় ১৫ বছর আওয়ামীলীগের শাসনামলে পুরো এলাকা জুড়েই চালিয়েছিলো মাদকসহ ত্রাসের রাজত্ব আর এ কারনেই অস্ত্র ও মাদকসহ একাধিকবার গ্রেফতার হয়েছিলো পুলিশ ও র‌্যাবের হাতে। তোফাজ্জল হোসেন কুতুবপুর ইউপির ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। ব্যাস… বিগত ১৫ বছরে সাবেক সাংসদ শামীম ওসমানের ভুমিদস্যুতার অন্যতম হোতা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের আস্থাভাজন হয়েই চুন্নু এবং রানা মোল্লা নয়ামাটিসহ আশপাশ এলাকায় ভুমিদস্যুতা,মাদক বিক্রি এবং গার্মেন্টস এর ঝুট সেক্টরগুলো নিয়ন্ত্রন করতো। স্থানীয়রা জানান,চুন্নুর ভাই তোফাজ্জল হোসেন বিএনপির নেতার হওয়ার সুবাদে এখনও পর্যন্ত বীরদর্পেই এলাকাতে বুক ফুলিয়ে চলাচল করছে চুন্নু-রানাগংরা। ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পালিয়ে যায় সাবেক সাংসদ শামীম ওসমান। আত্মগোপনে রয়েছেন পুরো জেলাজুড়ে ভুমিদস্যুতার নয়নমনি শাহ নিজাম। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের প্রতিটি থানাতেই হত্যা মামলা হয়েছে। ফতুল্লা মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় চুন্নু-রানাগংদের বিরুদ্ধে প্রায় অর্ধডজনের উপর হামলা হলেও অজ্ঞাত কারনে কেউই গ্রেফতার হয়নি সেই মামলায়। অথচ প্রকাশ্যেই এলাকাতে অবস্থান করছে একাধিক হত্যা মামলার আসামী চুন্নুগং। চুন্নুর বিরুদ্ধে এর আগেও ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক বাসিন্দা জানান, চুন্নু-রানার ভাই তোফাজ্জল হোসেন বিএনপির রাজনীতির সাথে জড়িত। সেই সুবাদে যেন চুন্নু-রানার জন্য সাত খুন মাফের অবস্থায় দাড়িয়েছে। ১৯ জুলাই সাংসদ শামীম ওসমান,ছেলে অয়ন ওসমান এবং শাহ নিজামগংরা প্রকাশ্যে ছাত্র-জনতার আন্দোলনকারীদের উপর বৃষ্টির ন্যায় গুলিবর্ষনের ঘটনায় অনেকে আহত হয়েছে। সে সময় শাহনিজামের আস্থাভাজন চুন্নু-রানাও স্বশরীরে উপস্থিত থেকে সেই ছাত্র-জনতার উপর হামলায় চালিয়েছিলো। স্থানীয়রা আরো জানান,বিএনপির নেতা হওয়ার সুবাদে তোফাজ্জল হোসেন বর্তমানে লামাপাড়া-নয়ামাটি এলাকায় বিগত ১৫ বছরে যারা আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে পুরো এলাকাবাসীর স্বাভাবিক জীবনকে দূর্বিষহ করে তুলেছিলো এখন সেই নেতাদেরকে শেল্টার দিয়ে এলাকাতেই অবস্থান করাচ্ছেন। বিগত সময়ে উক্ত আওয়ামীলীগাররা যে সকল অপকর্ম করে বেড়াতো এখন তা অব্যাহত রেখেছেন। এখন তাদের অপকর্ম হতে উপার্জিত একটি মোটা অংশ ভাগ নেন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন। তবে স্থানীয়রা আরো দাবী করেন,যে বিগত ১৫ বছর অত্র এলাকাতে সাধারন মানুষের জমি জোড়পুর্বক দখলে নিতো চুন্নু। কিন্তু বর্তমানে সেই অবশিষ্ট কাজগুলো সম্পূর্ন করার দ্বায়িত্ব দেয়া হয়েছে চুন্নুর ভাই বিএনপি তোফাজ্জল হোসেন। স্থানীয় বাসিন্দাগন আওয়ামীলীগের প্রেতাত্মা শামীম ওসমান ও শাহনিজামের দোসর চুন্নু-রানাগংদের দ্রুত গ্রেফতারে জেলা পুলিশ সুপার,র‌্যাব-১১ এবং সেনাবাহিনীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১১:৪৬
  • ১৫:৩৯
  • ১৭:১৮
  • ১৮:৩৪
  • ৬:১০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা