ডান্ডিবার্তা রিপোট:
সিদ্ধিরগঞ্জের মিজমিজি সিআই খোলা এলাকায় মিলন নামে এক যুবককে বাসা থেকে ধরে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে মারাত্মক আহত করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের নেতৃত্বে মিলনকে ২০/২৫ জন সন্ত্রাসী ধরে একটি অটো যোগে মিজমিজি পশ্চিমপাড়া হাজেরা মার্কেট এলাকায় নিয়ে যায়। সেখানে সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের ক্যাডাররা হাতুড়ি দিয়ে এলোপাথারী পিটিয়ে রক্তাক্ত করে মিলনকে। পরে তাকে আহত অবস্থায় রাস্তায় পাশে ফেলে রাখে। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা মিলনকে উদ্ধার করে প্রথমে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে ইকবাল হোসেনের নির্দেশে আহত মিলনের স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়া হয়েছে। কাউকে কিছু বললে মামলায় ঢুকানোর ভয় দেখানো হয়েছে মিলনের পরিবারকে। তাই ভয়ে মিলনের পরিবারের কেউ এই ঘটনায় মুখ খুলছে না। সাদা কাগজে সাক্ষর নেয়ার সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের ভগ্নিপতি ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ও ২নং ওয়ার্ড বিএনপির পলাশ। ওদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, মিলনকে পিটিয়ে জখম করার পর তার অবস্থা খারাপ হয়ে যায়। তখন পুলিশ খবর দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে চাইলে পুলিশ তাকে নেয়নি।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯