ডান্ডিবার্তা রিপোর্ট:
গত ১২ নভেম্বর (মঙ্গলবার) বন্দরের ভূমি দস্যু আওয়ামী লীগ নেতা কাদির ডিলারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা ডিসি ও এসপি অফিসে স্মারক লিপি প্রদান করেন ভুক্তভোগীরা। উল্লেখ্য বন্দর থানার মুছাপুর ইউনিয়নের কামতাল মৌজার জায়গা ভূমিদস্যু দখলবাজ অব্দুল কাদির ডিলারের খপ্পর হইতে ভুক্তভোগী দেলোয়ার হোসেন গং এর জমি উদ্ধারসহ সঠিক বিচারের জন্য স্মরক লিপি প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা ডিসি ও পুলিশ সুপার কার্যালয়ে। কাদির ডিলার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একজন প্রভাবশালী নেতা। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের একজন সদস্য, পাশাপাশি বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। আওয়ামীলীগ নেতা হওয়ার দরুন তার গুণের যেন শেষ নেই। ভূমিদস্যুতা, চাঁদাবাজি, হামলাসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় একজন দক্ষ নেতা বলে তাকে স্থানীয়রা আখ্যা দেয়। প্রায় ২৫৬.৫০ শতাংশ জমি নিয়ে আসামি কাদির ডিলারের আক্রোশের শিকার হন স্থানীয় শিহাব উদ্দিন মেম্বার, মান্নান মাস্টার, মোয়াজ্জেম হোসেন কালু, মুক্তা, সামছুন্নাহার এবং মনির হোসেন। নিজ ক্রয়কৃত জমিতে নিজেরাই পারছেনা স্বস্তিতে বসবাস করতে। কাদির ডিলারের হুমকি থেকে হামলা, কোনোটা থেকেই নিস্তার পায়নি তারা। হামলার নৃশংসতা এমন যে, জমির দখল পেতে জমির আসল মালিকদের পিটিয়ে রক্তাক্ত করতেও কুণ্ঠাবোধ করেনি আসামি কাদির ডিলার। কাদির ডিলারের অপরাধের যেমন শেষ নেই, কোর্টে অভাব নেই মামলারও। আশ্চর্যের ব্যাপার এই যে, এত অপরাধ ও নৃশংসতার পরও তাকে একঘন্টার জন্যও জেলে আটকে রাখা সম্ভব হয়নি। অভিযোগ আছে, কাদির ডিলারের তিন ছেলে যথাক্রমে মনির, আলীনূর এবং মেজবাহ উদ্দিন মিলন বাবার নির্দেশে বিভিন্ন অপরাধ ও বিশৃঙ্খলাপূর্ণ কাজ করে থাকে। আওয়ামীলীগের উচ্চপদস্থ নেতাদের সহায়তায় বারংবার বেঁচে গিয়েছেন শাস্তি থেকে। অথচ গত ৫ আগস্টে আওয়ামী সরকার পতনের পর আওয়ামীলীগের উচ্চপদস্থ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা গেলেও ধরাছোঁয়ার বাইরে আছেন কাদির ডিলার এবং তার পরিবার। কার ছত্রছায়ায় থেকে কাদির ডিলার এখনও বুক ফুলিয়ে বেড়াচ্ছেন এবং কবে হবে তার সন্ত্রাসী কার্যক্রমের অবসান এমন জোরদার প্রশ্ন তুলছেন মুছাপুর ইউনিয়নের স্থানীয় জনগণ।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯