আজ শুক্রবার | ১৫ নভেম্বর ২০২৪ | ৩০ কার্তিক ১৪৩১ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৯:৪০

গণতন্ত্রের সংগ্রাম চলবে:সিপিবি

ডান্ডিবার্তা | ১৪ নভেম্বর, ২০২৪ | ৯:২৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

আওয়ামী ফ্যাসিবাদী আমলের মতই ঘুষ, দুর্নীতি, দখলদারিত্ব, লুটপাট, সামাজিক অস্থিরতা ও লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি অব্যাহত আছে। এর প্রতিবাদে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষিত গণতন্ত্র জাগরন যাত্রার অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিদ্ধিরগঞ্জ থানা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩টায় চিটাগাং রোড বাসস্ট্যান্ড এ এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক। বক্তব্য রাখেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, বিমল কান্তি দাস, দিলীপ দাস, শাখা সম্পাদক আঃ ছালাম ও শ্রমিক নেতা মোঃ সুমন প্রমূখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে বাজার সিন্ডিকেটের অবাধ লুটপাট এখনো চলছে- লাগামহীনভাবে দ্রব্যমূল্য বেড়ে চলেছে কিন্তু সরকার এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি। দেশের বিভিন্ন জেলায় অসংখ্য স্থাপনায় হামলা ও ভাংচুর হচ্ছে, বিভিন্ন জেলায় প্রতিমা ভাংচুর হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় এবং পাহাড়ি উপজাতীয়দের ওপর নানা প্রকার সাম্প্রদায়িক হামলা ও অত্যাচার করা হয়েছে, বেশ কয়েকজন পাহাড়ি ছাত্রকে হত্যা করা হয়েছে কিন্তু এর বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা সরকার নিচ্ছে না। হাট-ঘাট, বাজার, ব্যবসা প্রতিষ্ঠানে দখলদারিত্ব ও অগ্নি সংযোগ ও নীরব চাঁদাবাজী চলছে। স্কুল কলেজের শিক্ষকদের ওপর এখনো হামলা করা হচ্ছে। শ্রমিকরা তাদের ন্যায়সংগত দাবির জন্য কথা বলায় তাদের ওপর গুলি চালানো হয়েছে, ৩জন শ্রমিক হত্যা করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খার বাস্তবায়ন কই? আমরা চাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাক্সক্ষার পূর্ণ বাস্তবায়ন। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে দেশ এক গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে সারাদেশে ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নানান কর্মসূচি নিয়ে জনগণের মধ্যে যাচ্ছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯
  • ১১:৪৭
  • ১৫:৩৭
  • ১৭:১৬
  • ১৮:৩২
  • ৬:১৩
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা