আজ শুক্রবার | ১৫ নভেম্বর ২০২৪ | ৩০ কার্তিক ১৪৩১ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ৩:৫৭

নারায়ণগঞ্জ যুবদলের নেতারা ব্যর্থ

ডান্ডিবার্তা | ১৪ নভেম্বর, ২০২৪ | ৯:৪২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

২০২৩ সালের ২৯ আগস্ট তিন সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর যুবদলের গঠিত কমিটি আজোবধি বর্ধিত করতে পারেননি দায়িত্বশীল নেতারা। বিভিন্ন থানা কমিটি গঠন তো দূরের কথা তাদের মহানগর কমিটির নেতৃত্ব প্রসারিত হবে কিনা তা নিয়েও সন্দিহান বিভিন্ন ইউনিটের পদপ্রত্যাশি নেতারা। কমিটি গঠনের পর গত জাতীয় সংসদ নির্বাচনের পুর্বের আন্দোলন সংগ্রামে যথেষ্ট সক্রিয়ভাবে একসাথে আন্দোলন করে আসলেও ৫ আগস্টের পর সেই সম্পর্কে ফাটল ধরেছে তিনজনের নেতৃত্বে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান পৃথক ব্যানারে দলের কর্মসূচি পালন করছেন। থানা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, থানা ওয়ার্ড কিংবা মহানগর কমিটি পুর্ণাঙ্গ করতে হবে- তা নিয়ে মহানগরীর তিন নেতার কোনো উদ্যোগ নেই। গত ৫ আগস্টের পর আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ নিজেদের ব্যবসা বানিজ্য ঘুছিয়ে আয়-রোজগার বাড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন। বৈধ অবৈধ সকল সেক্টরেই হাত বসাচ্ছেন তারা দুজন। এ নিয়ে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈরিতার সৃষ্টি হলেও কর্ণপাত করছেন না আহ্বায়ক ও সদস্য সচিব। এরি মাঝে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সভাপতি তৈয়ম হোসেন বাদী হয়ে সাহেদ আহমেদসহ বেশকজনের বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দিয়েছেন। সাহেদ আহমেদ ঝুট ব্যবসায় ব্যস্ত রয়েছেন আয় রোজগার বাড়াতে। দলের নেতাকর্মীরা পদ প্রত্যাশা করে হতাশায় ভুগলেও তারা কর্ণপাত করছেন না সেদিকে। গত ৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ঢাকায় মহানগর যুবদলের দুইটি ব্যানারে পৃথকভাবে শোডাউন করে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন মহানগর যুবদলের শীর্ষ তিন নেতা। আহ্বায়ক সজল ও সদস্য সচিব সাহেদ একসাথে মহানগর যুবদলের ব্যানারে শোডাউন করেছেন, পৃথকভাবে মহানগর যুবদলের ব্যানারে একক ব্যানারে শোডাউন করেছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান। এর আগে সম্প্রতি কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতাদের সঙ্গে সজল ও সাহেদ এককভাবে বৈঠক করেছেন, যেখানে সাগর প্রধানকে জানানো হয়নি। তিনি সেখানে উপস্থিত ছিলেন না। এই কমিটি দ্রুত ভেঙ্গে দিয়ে সক্রিয় কর্মীবান্ধব নেতাদের হাতে নেতৃত্ব দেখতে চায় রাজপথের পদপ্রত্যাশী নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১১:৪৬
  • ১৫:৩৯
  • ১৭:১৮
  • ১৮:৩৪
  • ৬:১০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা