আজ শুক্রবার | ১৫ নভেম্বর ২০২৪ | ৩০ কার্তিক ১৪৩১ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ৩:৩৭

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে যৌথ অভিযান

ডান্ডিবার্তা | ১৪ নভেম্বর, ২০২৪ | ৯:৪৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে অবৈধ বাসস্ট্যান্ড-কাউন্টার অপসারণ এবং অবৈধ যান চলাচল বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, সেনাবাহিনী ও জেলা পুলিশ প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের লিংক রোড থেকে শুরু করে চাষাড়া মোড় ও বঙ্গবন্ধু সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।  এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) মো. আব্দুল করিমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় শহরের সড়কে চলাচলকারী বেশকিছু ফিটনেস বিহীন বাস, ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশা, মোটরসাইকেল, ইজিবাইক আটক ও ডাম্পিং করাসহ হেলমেট বিহীন অবৈধ চালক ও যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়াও শহরের চাষাড়া লিংক রোডে অবৈধ কাউন্টার ও স্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়। অভিযানে ট্রাফিক পুলিশের সদস্যরা হেলমেট বিহীন অবৈধ চালক ও যানবাহনের বিরুদ্ধে মামলা প্রয়োগ করেন। আগামী এক সপ্তাহ পর্যন্ত যানজট নিয়ন্ত্রণে না এলে  শহরে চলাচলকারী সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, নারায়ণগঞ্জ যানজট নিরশনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী এবং বিআরটিএ মিলে আমরা একটি যৌথ সভা করেছি। সে মিটিংয়ে বিভিন্ন বাস মালিক সমিতি ও শ্রমিকবৃন্দ এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শহরের যে সকল অবৈধ যানবাহন ও স্ট্যান্ড রয়েছে আমাদের অভিযান শুরু। যে সকল যানবাহনের কাগজপত্র নেই সেগুলোকে ডাম্পিং করা হচ্ছে এবং কিছু কিছু যানবাহনকে মামলা দেয়া হচ্ছে এবং অটোরিকশাগুলোকে জরিমানার আওতায় আনা হচ্ছে। তিনি আরও বলেন, অবৈধ কিছু বাসের অবৈধ স্ট্যান্ড ও কাউন্টার রয়েছে এগুলোকে আমরা বলে দিয়েছি ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার জন্য। এছাড়াও সিদ্ধান্ত নেয়া হয়েছে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত শহরে কোন ট্রাক প্রবেশ করতে পারবে না। সেই সিদ্ধান্ত তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে আমরা সে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১১:৪৬
  • ১৫:৩৯
  • ১৭:১৮
  • ১৮:৩৪
  • ৬:১০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা