ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে অবৈধ বাসস্ট্যান্ড-কাউন্টার অপসারণ এবং অবৈধ যান চলাচল বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, সেনাবাহিনী ও জেলা পুলিশ প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের লিংক রোড থেকে শুরু করে চাষাড়া মোড় ও বঙ্গবন্ধু সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) মো. আব্দুল করিমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় শহরের সড়কে চলাচলকারী বেশকিছু ফিটনেস বিহীন বাস, ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশা, মোটরসাইকেল, ইজিবাইক আটক ও ডাম্পিং করাসহ হেলমেট বিহীন অবৈধ চালক ও যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়াও শহরের চাষাড়া লিংক রোডে অবৈধ কাউন্টার ও স্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়। অভিযানে ট্রাফিক পুলিশের সদস্যরা হেলমেট বিহীন অবৈধ চালক ও যানবাহনের বিরুদ্ধে মামলা প্রয়োগ করেন। আগামী এক সপ্তাহ পর্যন্ত যানজট নিয়ন্ত্রণে না এলে শহরে চলাচলকারী সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, নারায়ণগঞ্জ যানজট নিরশনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী এবং বিআরটিএ মিলে আমরা একটি যৌথ সভা করেছি। সে মিটিংয়ে বিভিন্ন বাস মালিক সমিতি ও শ্রমিকবৃন্দ এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শহরের যে সকল অবৈধ যানবাহন ও স্ট্যান্ড রয়েছে আমাদের অভিযান শুরু। যে সকল যানবাহনের কাগজপত্র নেই সেগুলোকে ডাম্পিং করা হচ্ছে এবং কিছু কিছু যানবাহনকে মামলা দেয়া হচ্ছে এবং অটোরিকশাগুলোকে জরিমানার আওতায় আনা হচ্ছে। তিনি আরও বলেন, অবৈধ কিছু বাসের অবৈধ স্ট্যান্ড ও কাউন্টার রয়েছে এগুলোকে আমরা বলে দিয়েছি ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার জন্য। এছাড়াও সিদ্ধান্ত নেয়া হয়েছে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত শহরে কোন ট্রাক প্রবেশ করতে পারবে না। সেই সিদ্ধান্ত তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে আমরা সে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯