আজ শুক্রবার | ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ৩:৫২

বাংলা‌দেশ হো‌সিয়া‌রি এসো‌সি‌য়েশন নির্বাচন ৩ ফেব্রুয়ারী

ডান্ডিবার্তা | ১৫ নভেম্বর, ২০২৪ | ১০:২৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

হো‌সিয়া‌রি ব্যবসায়ীদের সংগঠন বাংলা‌দেশ হো‌সিয়া‌রি এসো‌সি‌য়েশনের ২০২৫-২০২৭ নির্বাচনের তফসিল ঘোষণা করা হ‌য়ে‌ছে। ৩ ফেব্রুয়ারী মিশনপাড়াস্থ হো‌সিয়া‌রি ক‌মিউনি‌টি সেন্টার ভব‌নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্প‌তিবার (১৪ ন‌ভেম্বর) ‌নগরীর ৬ এস‌.পি লেইনস্থ হো‌সিয়া‌রি ক্লাবে অনু‌ষ্ঠিত নির্বাচন বো‌র্ডের সভায় এ তফসিল ঘোষণা করা হয়। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, বাংলাদেশ হো‌সিয়া‌রি এসো‌সি‌য়েশ‌নের দ্বি বা‌র্ষিক নির্বাচন ২০২৫-২০২৭ উপল‌ক্ষে গত ৪ ন‌ভেম্বর হো‌সিয়া‌রি এসো‌সি‌য়েশ‌নের ভারপ্রাপ্ত সভাপ‌তি সাঈদ আহ‌মেদ স্বপনের নেতৃ‌ত্বে প‌রিচালনা পর্ষদ (২০২৩-২০২৫) এর জরুরী সভায় বা‌ণিজ‌্য সংগঠন বি‌ধিমালা ১৯৯৪ইং এর ১৪নং অনু‌চ্ছেদ অনুযায়ী এক‌টি নির্বাচন ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়। দৈ‌নিক দে‌শের আলো প‌ত্রিকার সম্পাদক আনিসুল ইসলাম সা‌নি‌কে নির্বাচন বো‌র্ডের চেয়ারম‌্যান এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌স্ট্রিজের প‌রিচালক আলহাজ্ব মোঃ জাকা‌রিয়া ওয়া‌হিদ ও লায়ন হো‌সিয়া‌রির স্বত্তা‌ধিকারী কৃষ্ণ কুমার সাহা‌কে সদস‌্য ম‌নোনীত ক‌রে ‌হো‌সিয়া‌রি এসো‌সি‌য়েশন নির্বাচন বোর্ড গঠন করা হয়। একইস‌ঙ্গে হো‌সিয়া‌রি এসো‌সি‌য়েশ‌নের সা‌বেক সহ সভাপ‌তি আলহাজ্ব জি এম হায়দার আলী‌কে নির্বাচন আপীল বো‌র্ডের চেয়ারম‌্যান এবং আরাফাত হো‌সিয়া‌রির স্বত্তা‌ধিকারী মোঃ দে‌লোয়ার হো‌সেন ও রিপন টেক্সটাইল ও গা‌র্মেন্টে‌সের স্বত্তা‌ধিকারী আলহাজ্ব মোঃ শওকত আলী‌কে সদস্য মনোনীত করে নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়।  ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী বোর্ড প্রথমে আগামী ৫ ডি‌সেম্ব‌রের ম‌ধ্যে ভোটার হওয়া নিশ্চিত করবে। এরপর আগামী ২৪ ডি‌সেম্ব‌রের মধ্যে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। ভোটার তালিকা প্রণয়নের পর ২৮, ২৯ ও ৩০ ডি‌সেম্বর ম‌নোনয়নপত্র বিতরণ, ৩১ ডি‌সেম্বর এবং ১ জানুয়ারী দুইদিন ম‌নোনয়নপত্র জমা নেওয়া হ‌বে। এরপর ৩ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩১
  • ৬:১৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা