ডান্ডিবার্তা রিপোর্ট:
শুক্রবার বাদ জুমআ মধ্য নরসিংপুর ঈদগাহ মাঠে কাশীপুর ইউনিয়ন এর তৌহিদী জনতার উদ্যোগে মধ্য নরসিংপুর অবস্থিত “লালন আশ্রম কেন্দ্রে আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য লালন মেলা বন্ধের দাবিতে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলাপাড়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদের। মাওলানা আব্দুল আউয়াল বক্তব্যে বলেন, মধ্য নরসিংপুরে লালন মেলা নামে যে অসামাজিক কার্যকলাপ চলে তা অবশ্যই বন্ধ করতে হবে। বন্ধ না করলে সামনে আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ইমামা সমাজ বক্তাবলী শাখার সভাপতি মাওলানা বেলাল হোসাইন, কাশীপুর ইমাম ঐক্য পরিষদের সেক্রাটারী মুফতি আব্দুল হান্নান, হাজীপাড়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল আহাদ, মসজিদে আয়েশার ইমাম মাওলানা জাকারিয়া সহ অন্যান্য ওলামায়ে কেরাম ও মুসল্লিবৃন্দ।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯