ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ফুটবল প্রিমিয়ার লীগ (এল,পি,এল) ৬ষ্ঠ আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় লক্ষীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লক্ষীনগর একতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জয়নুল আবেদীন ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অধ্যাপক মাহবুব আলম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান ফকির, উদ্বোধন করেন সহকারী পিপি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নারায়নগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাইনউদ্দিন, আব্দুল খালেক মোল্লা, মুজাহিদুল ইসলাম সেলিম, আব্দুল আজিজ মীর, মোহাম্মদ আলম ফকির, মোঃ ওমর ফারুক ফকির, মোঃ শাহ আলম, মোঃ মোশারফ ফকির, মোঃ জাকির সরদার, মোঃ মনির খান, মোঃ দেলোয়ার হোসেন ফকির প্রমুখ। আতাউর রহমান ফকির ও মোহাম্মদ হিমেল হোসাইন নিলয় এর সঞ্চালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মোঃ নবী হোসেন, মোঃ সোহেল ফকির, মোঃ মামুন, মোঃ কাশেম ফকির, মোঃ মাসুদ রানা, মোঃ তানভীর হাসান, মোঃ সাবিকুল হাসান,মোঃ তুষার খান, মোঃ বিল্লাল প্রমুখ। আয়োজনে ছিলেন, মোঃ নাজমুল হোসেন, মোঃ সিয়াম ফকির, মোঃ শামীম, মোঃ মিদুল, মোঃ মুজাহিদ, মোঃ সুমন, মোঃ রিসন, মোঃ রাহিম, মোঃ মিরাজ প্রমুখ। সার্বিক সহযোগিতায় লক্ষীনগর প্রবাসী ও যুব সমাজ। জেএসআর স্পোর্টিং ক্লাব ২-০ গোলে ফ্রেন্ডস সার্কেল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে অতিথি বৃন্দ পুরস্কার বিতরন করেন। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ১৭০০০/ টাকা, রানারআপ দলকে ট্রফি ও নগদ ১০০০০/ টাকা পুরস্কার প্রদান করা হয়।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯