ডান্ডিবার্তা রিপোর্ট:
পূর্বাচলে প্লট বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত আদিবাসীদের প্লট বরাদ্দ, মসজিদের জমি বাড়ানো, বিদ্যালয়ের মাঠ সংযোজন, নিরাপদ নগর গড়ে তুলতে দ্রুত শহর বাস্তবায়ন, আদিবাসীদের বাসস্থান বাস্তবায়ন, হয়রানীমুক্ত রাজউকের সেবাসহ অবৈধভাবে পাওয়া সব প্লট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পূর্বাচল নতুন শহরের ১১ নং সেক্টর এলাকায় স্থানীয় প্লট বঞ্চিত আদিবাসীদের নিয়ে অধিকার আদায় আন্দোলনের সমন্বয়ক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, পূর্বাচলে সাড়ে ৬ হাজার একর জমির মাঝে ৭০ হাজার আদিবাসী ছিলো। যাদের মাঝে হাজারের অধিক প্রকৃত আদিবাসি বিগত সময়ে তুচ্ছ জটিলতায় প্লট বঞ্চিত হয়েছেন। অথচ আওয়ামীলীগের নেতাকর্মীরা এখানকার বাসিন্দা না হয়েও হাজারের অধিক প্লট হাতিয়ে নিয়েছে। তবে সম্প্রতি অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস পূর্বাচলে অবৈধভাবে বরাদ্দকৃত প্লট বাতিলের ঘোষণা দিয়েছেন। আমরা আশাবাদি। কিন্তু প্রকৃত আদিবাসীদের প্লট নিয়ে এখনো ঘোষনা দেননি। তাই অবিলম্বে এখানকার আদিবাসীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ের আন্দোলনের প্রেক্ষিতে রাজউক মসজিদের ৩ কাঠার পরিবর্তে ৬ কাঠা, বিদ্যালয়ের মাঠ সংযোজন, স্টেডিয়াম ও সড়কের নাম পরিবর্তনের দাবী আমলে নিয়েছেন। এসব দ্রুত বাস্তবায়নের দাবী জানান তিনি। এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় আদিবাসিদের মাঝে আরও উপস্থিত ছিলেন, তৈয়বুর মাস্টার, মনির হোসেন মানিক মিয়া, আনোয়ার আব্দুল্লাহসহ অন্যান্যরা।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯