আজ বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ৮:৪৯

চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে মতবিনিময়

ডান্ডিবার্তা | ১৬ নভেম্বর, ২০২৪ | ১০:৩৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, দখলবাজদের বিরুদ্ধে ও নাসিক ৬নং ওয়ার্ডে মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধসহ অতিপ্রয়োজনীয় উন্নয়ন মূলক কাজ সম্প্রসারণের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে এসওরোডস্থ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে আয়োজিত এ সভায়  গোদনাইল বাগপাড়া, মন্ডলপাড়া ও মুনলাইন পশ্চিম এলাকা থেকে সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যক্তিত্ব, সমাজসেবক, শিক্ষক, মসজিদের ইমাম, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ অংশ নেন। এসময় ওয়ার্ডবাসী তাঁদের নানা সমস্যার কথা বক্তব্যে তুলে ধরেন।বিশিষ্ট ব্যবসায়ী হাজী আ: সামাদের সভাপতিত্বে ও নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস.এম আসলাম।এসময় মত বিনিময় সভা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক নাসিক ৬ ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই রিংকু, নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলী আহম্মদ, নাসিক ৬ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরীফ হোসেন, নাসিক ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, যুগ্ম  সাধারন সম্পাদক তাওলাত হোসেন, শ্রমিক দল নেতা মকবুল হোসেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নাজমুল হাসান দিপু, বিশিষ্ট ব্যবসায়ী তানজিল মন্ডল, ইব্রাহিম খলিল, রবিউল চেয়ারম্যান, ইদ্রিস মন্ডল, মো: মোস্তফা, শের আলী মন্ডল, খোরশেদ আলম, আব্দুর রব, শামসুদ্দীন, ডা. নূর ইসলাম, আতাউর রহমান, আশরাফ উদ্দিন, আ: রহিম, আ: রব মন্ডল, আবুল কালাম, জহুর আলী মুন্সী, মীর কাশেম, জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম বাহার, জাবেদ, কুতুবউদ্দিন, মামুন প্রধান, মুন্না বেপারী, রনি, মো: হীরা, মোঃ সোহাগ প্রমুখ।এসময় মত বিনিময় সভার প্রধান অতিথি এস.এম  আসলাম বলেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজদের প্রতিরোধে আমরা এলাকাবাসী সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবো। কোনভাবেই আমাদের এলাকার সুন্দর পরিবেশ বিনষ্ট হতে দেয়া যাবে না। আমাদের এলাকার উন্নয়নকল্পে সকলে মিলেমিশে কাজ করবো। সিটি কর্পোরেশন থেকে একজন কাউন্সিলর নিয়োগ দেয়া হয়েছে। ওয়ার্ডে এলাকায় এলাকায় যেখানে যেসব সমস্যা আছে আপনারা আমাকে লিখে তালিকা করে দেন আমি এসব কাজ যাতে দ্রুত হয় সিটি কর্পোরেশনে যোগাযোগ করে বা আমরা নিজে গিয়ে কাজগুলো করার ব্যবস্থা করে দিব। তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। আমরা সবাই সচেতন হলে মাদক অনেকাংশেই নিমূর্ল হবে।মাদকের বিরুদ্ধে যেকোন ধরণের সহযোগীতার প্রয়োজনে আমাকে জানাবেন,আমি সর্বসময় আপনাদের পাশে থাকব।এসব অপরাধ দমনে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩১
  • ৬:১৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা