ডান্ডিবার্তা রিপোর্ট:
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে স্বৈরাচার সময়ের অবসান ঘটে হাসিনা সরকারের পতন হয়৷ সারা বাংলাদেশ থেকে আন্দোলনে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের শিক্ষার্থী সমাজও ছিলো অন্যতম ভূমিকায়। নারায়ণগঞ্জের সেইসব শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি আবারও বৈঠক করেছে শিক্ষার্থী প্রতিনিধিরা। নারায়ণগঞ্জ শহরতলীর আদর্শ স্কুলের হলরুমে আয়োজিত সভার মূল লক্ষ্য ও বক্তব্য ছিলো ঐক্য৷ নারায়ণগঞ্জের সব থানাকে একত্রিত রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা৷ যেকোনো কাজে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তারা৷ একটি সুন্দর নারায়ণগঞ্জ তথা সুশৃঙ্খল, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার অঙ্গীকারে কাজ করে যাবেন বলে দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে ছাত্র সমাজ৷ সভায় বক্তব্য রাখেন এই আন্দোলনের ভূমিকায় থাকা নারায়ণগঞ্জের সংগঠকরা৷
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯