ডান্ডিবার্তা রিপোর্ট:
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, যে সমস্ত এলাকায় মাদকের আকরা আছে সেই সব এলাকায় আমরা মাদক বিরোধী প্রতিবাদ সভা করছি। আমাদের সাথে প্রশাসন রয়েছে, আপনারা শুধু তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন আমরা আপনাদের পরিচয় গোপন রেখে কাজ করবো। আমরা নিজের হাতে আইন তুলে নিবো না, প্রশাসনকে জানাবো প্রশাসন তদন্ত করে যদি সুনির্দিষ্ট প্রমাণ পায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নিজেদের মধ্যে গ্রুপিং করে মাদকের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের নিয়ে দল ভারি করার প্রয়োজন নেই। মাদকের সঙ্গে জড়িত আছে এমন লোক যদি বিএনপিরও হয় তবুও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৬ই নভেম্বর) বিকালে কুতুবপুর ইউনিয়নের নুরবাগ এলাকায় সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গের উদ্যোগে আয়োজন মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ-সব কথা বলেন। এসময় প্রতিবাদ সভায় নুরবাগ মাদ্রাসার সভাপতি সুলতান মাহমুদ মোল্লা’র সভাপতিত্বে ও কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ফারুকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার ওসি অপারেশন মো. আনোয়ার, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মো. বাবুল আহমেদ, ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাতবর, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান, কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ মাদবর, সহ-সভাপতি মো. দ্বিন ইসলাম দিলু, আক্তার হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, সাধারণ সম্পাদক ডিএম আহসান হাবীব, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন রানা, কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি নামিম ইসলাম জয়, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সহ-সভাপতি আক্তার মাহমুদ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯