আজ শুক্রবার | ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ১২:৪৭

ব্যারিস্টার রাবিয়া ভূইয়া মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ডান্ডিবার্তা | ১৬ নভেম্বর, ২০২৪ | ১০:৪৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখীতে সাবেক সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ড. ব্যারিস্টার রাবিয়া ভূইয়া কর্তৃক প্রতিষ্ঠিত ব্যারিস্টার রাবিয়া ভূইয়া মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। (১৬ নভেম্বর) শনিবার দুপুর ২টায় উক্ত নানাখী এলাকায় সামারা ভিলেজের স্থায়ী মঞ্চে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এডিপিইও আজহারুল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ব্যারিস্টার রাবিয়া ভূইয়া মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সভাপতি ফারহানা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মিরপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার জামিলা আক্তার, ভূইয়া একাডেমীর জিএম গোলাম সারোয়ার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এসোসিয়েটস রেহেনা কবির উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় অত্র স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইকরাম হোসেনের সার্বিক আয়োজনে ম্যানেজিং কমিটির সদস্য কামাল হোসেন ও নজরুল ইসলাম, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গরা, অত্র স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সোনারগাঁয়ের সকল প্রাথমিক বিদ্যালয় থেকে যারা ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করবে তারা ব্যারিস্টার রাবিয়া ভূইয়া মডেল স্কুল এন্ড কলেজে ভর্তি হলে বিনা ভর্তি ফি ও বিনা বেতনে পড়ার সুযোগ পাবে এবং অত্র স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সেরা ২০ জনকে অর্ধেক বেতনে লেখাপড়ার সুযোগ দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. ব্যারিস্টার রাবিয়া ভূইয়া।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩১
  • ৬:১৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা