ডান্ডিবার্তা রিপোর্ট:
“অস্ত্র ছেড়ে কলম ধরো” “মাদক ছেড়ে খেলা করো”এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ধামগড় মনারবাড়ি যুবকদের উদ্যেগে টিভি কাপ ডিগ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। খেলায় চার দলের অংশগ্রহনে ডেঞ্জার সেভেন ও ডি পি ব্রাদার্সের মধ্যে ফাইনাল খেলার প্রতিযোগীতা হয়। ১৫ই নভেম্বর শুক্রবার রাত ৯.০০ ঘটিকার সময় টান টান উত্তেজনায় হাজারো দর্শকের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে ফাইনাল খেলার সমাপ্তি ঘটে। খেলায় প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধের ২০ মিনিট ও অতিরিক্ত ৫ মিনিট সময়ে ডেঞ্জার সেভেনের রাকিব গোল করে ডি পি ব্রাদার্সকে ২– ০ গোলে পরাজিত করে। পুরষ্কার বিতরন অনুষ্ঠানে ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবিকা ও মহিলা নেত্রী মুন্নি আক্তার। বিশেষ অতিথি জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার বন্দর প্রতিনিধি সাংবাদিক আবু নাসের, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মনির হোসেন, রবিন মিয়া, গোলাম হোসেন, হাবিব মাষ্টার, মিজান মাষ্টার । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির রেফারি রুবেল, ধারা ভাষ্যকার শাহাদাৎ হোসেন মিন্টু, শাওন, রাব্বি, সারোয়ার, শাকিল, হৃদয়, নুর ইসলাম। এসময় প্রধান অতিথি বলেন, সমাজের যুব সমাজকে ভয়াবহ মাদক থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই শরীর ও মন ভালো রাখতে ইপটেজিং, বাল্য বিবাহ, নেশা থেকে শুরু করে সকল প্রকার অসামাজিক কার্যকলাপ দূর করতে হবে। সভাপতি বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। তাই সমাজের তরুন যুব সমাজকে সুস্বাস্থ্যের অধিকারী করে গড়ে তুলতে খেলাধুলার ও লেখাপড়ার প্রতি মনোনিবেশ হতে হবে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়ে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯