ডান্ডিবার্তা রিপোর্ট:
জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা খুব বেশি একটা ভালো নয়। জেলা প্রশাসন ও রাষ্ট্র চেষ্টা করছে সে ক্ষেত্রে ঠিক করার। কিন্তু আমাদের দরকার ডেডিকেটেড লোক। রবিবার (১৭ নভেম্বর) বিকেলে রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের প্রঙ্গনে আন্তর্জাতিক ছাত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন এন্ড ডিজাইন ডিপার্টমেন্টের আয়োজনে এ সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন জেলা প্রশাসক। এসময় তিনি আরও বলেন, আমি এই জেলায় ডিসি হিসেবে এসেছি ১৬ মাস হলো। জেলা প্রশাসকের কাজটা খুব ভার্সেটাইল। এমন কোন কাজ নেই যেটা জেলা প্রশাসক হিসেবে আমর করতে না হয়। গতকাল বাস ভাড়া সংক্রান্ত সংবাদ সম্মেলন করেছি, সেখানে বাস ভাড়া ৫৫ টাকা ৫০ টাকা নামিয়ে আনা হয়েছে। এটা দীর্ঘদিনের নগরবাসী ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের দাবি ছিলো। ছাত্রদের অবশ্যই কিছু দায়িত্ব কর্তব্য আছে। তবে যখনই দেশের ও জাতির কিছু প্রয়োজন হয়েছে সেই প্রয়োজনে দায়িত্বটাও ছাত্ররা তার নিজের কাঁধে তুলে নিয়েছে। আর সেটারই আমরা উদাহরণ দেখতে পেয়েছি বিগত ৫ আগস্ট। জুলাই মাসের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদান সব থেকে বেশি। তাদের নেতৃত্বে বাংলাদেশে আজ পরিবর্তণ এসেছে। ডিসি আরও বলেন, মানুষ অসম্ভব সম্ভাবনাময়। মানুষ যদি তার লক্ষ্য স্থির করে তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। বাংলাদেশের একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রাসেল। বাংলাদেশে আরো অনেক ফ্যাশন ডিজাইনার বিখ্যাত আছেন তবে বহির্বিশ্বের রাসেলের গ্রহণযোগ্যতা বেশি। গ্রামীন চেকের বিষয়টা নিয়ে সারা বাংলাদেশকে রাসেল কিন্তু বইয়ের বিশ্বের কাছে পরিচিত করেছে। ফ্যাশন ডিজাইনার স্টুডেন্টদের কাছে আমার সে ধরনের চাওয়া থাকবে। জেলার যতগুলো কাজ হয় প্রতিটির সাথে জেলা প্রশাসন সম্পৃক্ত থাকে। এছাড়া বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় আছে প্রতিটা মন্ত্রণালয়ের আঞ্চলিক অফিসগুলো কোর্ডিনেট করা কিন্তু আমাদের কাজ। এ জেলায় আসার পর শিক্ষা নিয়ে কাজ করে এমন ব্যক্তি হিসেবে কাসেম জামালের খুব সুনাম শুনেছি। পেশায় একজন ব্যবসায়ী হলো শিক্ষা ক্ষেত্রে তার অবদান অনেক। আমি খুব খুশি হবো যখন দেখব এই রওনা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী আন্তর্জাতিক মহলে খুব সুনাম কামাচ্ছে। সভায় ফ্যাশন এন্ড ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান তানজিল হাসনাইন মঈন রনীতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যাবসায়ী কাসেম জামাল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর পরিচালক মহাবীর পতি, আইকিউএসি পরিচালক, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, ব্যবস্যায় প্রশাসনের অনুষদের ডীন, প্রক্টোর, ছাত্র উপদেষ্টা ও ডিপার্টমেন্টের শিক্ষক মন্ডলী।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯