ডান্ডিবার্তা রিপোর্ট:
সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা ও জনি হত্যার ঘটনার রনি নামের একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) এক অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগা থানার আফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী। আটককৃত রনি হলো, মহজমপুর উত্তর কাজীপাড়া তোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ জানায়, গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল, লাঠি-সোঠা, ইট-পাটকেল, রামদা দিয়ে ছাত্র-জনতার উপর হামলা করা হয়। এসময় ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কাঁচপুর ব্রীজের পূর্ব ঢালে আসামীদের ছোড়া ২ টি গুলি লাগে জনি নামের এক যুবকের। এসময় একটি গুলি পিঠ থেকে ঢুকে সামনে থেকে বের হয়ে যায়, অন্যটি শরীলেই থেকে যায়। এসময় ঘাটনাস্থলেই মৃত্যুবরণ করেন জনি। সেই মামলায় রনিকে আজ আটক করেছি। রনি এ মামলার এজাহার নামীয় ১৬৯নং আসামী। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯