আজ বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬ | দুপুর ১২:২৩

কাউন্সিলর মতির পিএস শরীফ বহাল তবিয়তে!

ডান্ডিবার্তা | ১৭ নভেম্বর, ২০২৪ | ৯:২৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

সরকারী চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই শামীম ওসমানের দেশত্যাগের সাথে সাথে তার ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা সন্ত্রাসী ও দুর্নীতির বরপুত্র মতিউর রহমান মতি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। আওয়ামীলীগের ১৫ বছরের শাসনামলে শামীম ওসমানের শেল্টারে মতি একটি বাহিনী গড়ে তুলে বিভিন্ন সেক্টর নিয়ন্ত্রণ করে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশে বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। যার সকল কিছুর তথ্য রয়েছে মতির একমাত্র পিএস ও ক্যাশিয়ার সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের পদধারী নেতা শরীফ হোসেনের কাছে। শরীফ হোসেন নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকার মৃত ফজলুর ছেলে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, দুদকের মামলার আসামি মতিউর রহমান মতির সকল অর্থ সম্পদ রয়েছে শরীফের কাছে। মতি প্রাণভয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেলেও শরীফের মাধ্যমে এখন সবকিছুর নিয়ন্ত্রণ করেন। মতির সকল ব্যবসার টাকা পয়সা রয়েছে শরীফের কাছে। মতির আশীর্বাদে পিএস শরীফ বনে গেছেন কোটিপতি শরীফে। স্থানীয় সূত্রে জানা যায়, এসব সেক্টর থেকে মতি গত ১৫ বছরে হাতিয়ে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। যার মোটা অংকের ভাগ পেতেন গডফাদার শামীম ওসমান ও তার সাঙ্গ-পাঙ্গরা। লুটপাটের সিংহভাগ অর্থ দেশের বাহিরে পাচার করেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছেন। দুবাই, মালয়েশিয়া, ভারতে রয়েছে মতি বাহিনীর সেকেন্ড হোম এবং ব্যবসা প্রতিষ্ঠান। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, মতির সহযোগীরা দীর্ঘদিন লুটপাট করে দুর্নীতি করে শতশত কোটি টাকার মালিক হয়েছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষদের জিম্মি করে এ লুটপাট চালিয়ে গেছেন তারা (মতিউর রহমান মতি বাহিনী)। তাদেরকে আর ছাড় দিবে না ৬ নম্বর ওয়ার্ড বাসী। তাদেরকে এবার শক্তহাতে প্রতিহত করবেন এলাকাবাসী। শরীফকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই দুর্নীতিবাজ মতির আরও সম্পদের আসল তথ্য বেরিয়ে আসবে। ৫ই আগস্টের পর শরীফের রাজনৈতিক অভিভাবক মতি গা ডাকা দিলেও বহাল এখনও তবিয়তে রয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩১
  • ৬:১৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা