ডান্ডিবার্তা রিপোর্ট:
সরকারী চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই শামীম ওসমানের দেশত্যাগের সাথে সাথে তার ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা সন্ত্রাসী ও দুর্নীতির বরপুত্র মতিউর রহমান মতি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। আওয়ামীলীগের ১৫ বছরের শাসনামলে শামীম ওসমানের শেল্টারে মতি একটি বাহিনী গড়ে তুলে বিভিন্ন সেক্টর নিয়ন্ত্রণ করে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশে বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। যার সকল কিছুর তথ্য রয়েছে মতির একমাত্র পিএস ও ক্যাশিয়ার সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের পদধারী নেতা শরীফ হোসেনের কাছে। শরীফ হোসেন নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকার মৃত ফজলুর ছেলে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, দুদকের মামলার আসামি মতিউর রহমান মতির সকল অর্থ সম্পদ রয়েছে শরীফের কাছে। মতি প্রাণভয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেলেও শরীফের মাধ্যমে এখন সবকিছুর নিয়ন্ত্রণ করেন। মতির সকল ব্যবসার টাকা পয়সা রয়েছে শরীফের কাছে। মতির আশীর্বাদে পিএস শরীফ বনে গেছেন কোটিপতি শরীফে। স্থানীয় সূত্রে জানা যায়, এসব সেক্টর থেকে মতি গত ১৫ বছরে হাতিয়ে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। যার মোটা অংকের ভাগ পেতেন গডফাদার শামীম ওসমান ও তার সাঙ্গ-পাঙ্গরা। লুটপাটের সিংহভাগ অর্থ দেশের বাহিরে পাচার করেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছেন। দুবাই, মালয়েশিয়া, ভারতে রয়েছে মতি বাহিনীর সেকেন্ড হোম এবং ব্যবসা প্রতিষ্ঠান। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, মতির সহযোগীরা দীর্ঘদিন লুটপাট করে দুর্নীতি করে শতশত কোটি টাকার মালিক হয়েছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষদের জিম্মি করে এ লুটপাট চালিয়ে গেছেন তারা (মতিউর রহমান মতি বাহিনী)। তাদেরকে আর ছাড় দিবে না ৬ নম্বর ওয়ার্ড বাসী। তাদেরকে এবার শক্তহাতে প্রতিহত করবেন এলাকাবাসী। শরীফকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই দুর্নীতিবাজ মতির আরও সম্পদের আসল তথ্য বেরিয়ে আসবে। ৫ই আগস্টের পর শরীফের রাজনৈতিক অভিভাবক মতি গা ডাকা দিলেও বহাল এখনও তবিয়তে রয়েছেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯