আজ মঙ্গলবার | ২৮ জানুয়ারি ২০২৫ | ১৪ মাঘ ১৪৩১ | ২৭ রজব ১৪৪৬ | সকাল ৮:৫৯
শিরোনাম:
না’গঞ্জে রাজনৈতিক দলগুলিতে চলছে রাজপথ দখলের প্রতিযোগিতা    ♦     মহানগর যুবদলের পিছু ছাড়ছেনা বির্তক    ♦     ১৫ আগস্টের মূল পরিকল্পনাকারীর পর্দা ফাঁস করলেন কর্নেল রাশেদ    ♦     নাসিক ১৭নং ওয়ার্ডে বিএনপি নেতাদের কান্ড সাইনবোর্ড লাগিয়ে সরকারি জায়গা দখল!    ♦     ছাত্রলীগের পোস্টারিংয়ের প্রতিবাদে না’গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    ♦     সন্তান হত্যার বিচার চেয়ে সোনারগাঁয়ে সংবাদ সম্মেলন    ♦     নায়িকা পরীমণির বিরুদ্ধে ওয়ারেন্ট    ♦     অন্তর্বর্তী সরকার কি দীর্ঘমেয়াদি সংস্কার করতে পারে?    ♦     বিএনপি সংস্কার-নির্বাচন দুটিই চায়    ♦     এবার এমপি পদও হারাচ্ছেন টিউলিপ    ♦    

বিপ্লব ও সংহতি দিবস উৎযাপন উপলক্ষে মহানগর য়ুবদেলর সমাবেশ

ডান্ডিবার্তা | ১৭ নভেম্বর, ২০২৪ | ৯:৪০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বিকেলে ডিআইটি চত্বরে মহানগর যুবদলের আয়োজনে আলোচনা সভা ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড সাখাওয়াত হোসেন খান  প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো। নারায়ণগঞ্জকে বিষাদের শহর থেকে শান্তির শহরে রুপান্তরিত করতে হবে। আর তাই এটার দায়িত্ব যুবদলকে নিতে হবে। কোন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের মাটিতে তাঁরা থাকতে পারবে না। তারা গত ১৫ বছরে গুম করেছে, খুন করেছে ও সন্ত্রাসী কর্মকান্ড করেছে। এসময় তিনি আরও বলেন, প্রশাসনের প্রতি অনুরোধ রইল অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় মহানগর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ওই সন্ত্রাসী ফ্যাসিবাদী শেখ হাসিনার দোষর যারা এ নারায়ণগঞ্জকে গডফাদারের নগরীতে পরিণত করেছিল তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করবে। যারা বিগত ১৫ বছর সন্ত্রাস করেছেন শামীম ওসমান ও সেলিম ওসমানের পরিবারকে সহায়তা করে মানুষকে বিভিন্নভাবে হয়রানিও নির্যাতন করেছেন তারা কিন্তু এখনো নারায়ণগঞ্জে আছেন। বিভিন্ন স্থানে ও বিভিন্ন সেক্টরে বহাল রয়েছে। তাদেরকে যদি কেউ সহায়তা করে তাহলে এই যুবদলের নেতা কর্মীরাই তাদেরকে প্রতিহত করবে। এড সাখাওয়াত আরও বলেন, আজকে ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে ৫ আগস্ট যে বিপ্লব সংঘটিত হয়েছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এবং এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। বিগত ১৫ বছর যারা এই নারায়ণগঞ্জসহ সারা দেশকে শোষণ করে গুম, খুন ও হত্যার মাধ্যমে দেশের গণতন্ত্রকে নকশাবন্দী করেছিলেন। দেশে বাকশালী কায়দায় দুর্নীতির মাধ্যমে ৭৫ সালের মতো দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ এর সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জুয়েল প্রধান এর সঞ্চালনায় আরো উপস্থিত, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মাকিত মোস্তাকিম শিপলু, নাজমুল হক, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা