ডান্ডিবার্তা রিপোর্ট:
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বিকেলে ডিআইটি চত্বরে মহানগর যুবদলের আয়োজনে আলোচনা সভা ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড সাখাওয়াত হোসেন খান প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো। নারায়ণগঞ্জকে বিষাদের শহর থেকে শান্তির শহরে রুপান্তরিত করতে হবে। আর তাই এটার দায়িত্ব যুবদলকে নিতে হবে। কোন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের মাটিতে তাঁরা থাকতে পারবে না। তারা গত ১৫ বছরে গুম করেছে, খুন করেছে ও সন্ত্রাসী কর্মকান্ড করেছে। এসময় তিনি আরও বলেন, প্রশাসনের প্রতি অনুরোধ রইল অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় মহানগর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ওই সন্ত্রাসী ফ্যাসিবাদী শেখ হাসিনার দোষর যারা এ নারায়ণগঞ্জকে গডফাদারের নগরীতে পরিণত করেছিল তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করবে। যারা বিগত ১৫ বছর সন্ত্রাস করেছেন শামীম ওসমান ও সেলিম ওসমানের পরিবারকে সহায়তা করে মানুষকে বিভিন্নভাবে হয়রানিও নির্যাতন করেছেন তারা কিন্তু এখনো নারায়ণগঞ্জে আছেন। বিভিন্ন স্থানে ও বিভিন্ন সেক্টরে বহাল রয়েছে। তাদেরকে যদি কেউ সহায়তা করে তাহলে এই যুবদলের নেতা কর্মীরাই তাদেরকে প্রতিহত করবে। এড সাখাওয়াত আরও বলেন, আজকে ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে ৫ আগস্ট যে বিপ্লব সংঘটিত হয়েছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এবং এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। বিগত ১৫ বছর যারা এই নারায়ণগঞ্জসহ সারা দেশকে শোষণ করে গুম, খুন ও হত্যার মাধ্যমে দেশের গণতন্ত্রকে নকশাবন্দী করেছিলেন। দেশে বাকশালী কায়দায় দুর্নীতির মাধ্যমে ৭৫ সালের মতো দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ এর সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জুয়েল প্রধান এর সঞ্চালনায় আরো উপস্থিত, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মাকিত মোস্তাকিম শিপলু, নাজমুল হক, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯