ডান্ডিবার্তা রিপোর্ট:
জুলাই- আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাধারন মানুষের উপর হামলা ও গুলিবর্ষনের দায়ের ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত মামলায় ফতুল্লার পুর্ব গোপালনগর এলাকার মৃত.সেকান্দারের ছেলে মো.ইসমাইল শেখকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। সোমবার ১৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.মিজানুর রহমান ২ সঙ্গীয় ফোর্স ইসমাইলকে গ্রেফতার করেন।বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী ২৯ আগষ্ট মুসলিমনগর হাবুল্লাহ ব্রিজ সংলগ্ন মো.সুলতান খানের ছেলে মো.রহমান ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন । গ্রেফতারকৃত ইসমাইল উক্ত মামলার এজানামীয় ৩৫ নং আসামী।এ মামলায় প্রধান আসামী হলেন পশ্চিম ধর্মগঞ্জ এলাকার আফতাব মুন্সির ছেলে মো.জামান। এছাড়াও এ মামলায় পঞ্চবটী গফুর মার্কেটের মালিকের ছেলে মাসুম ওরফে ওলা মাসুদও আসামীর তালিকায় রয়েছেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯