ডান্ডিবার্তা রিপোর্ট:
আদালতে মামলার চলমান থাকলেও জমি দখল নিতে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে দিনে-দুপুরে চিহ্নিত সন্ত্রাসীসহ বিপুল সংখ্যক কিশোর গ্যাং দিয়ে হামলা ও ভাংচুর করা হয়েছে। এ সময়ে মারধর করা হয় কয়েকজনকে। ভুক্তভোগীরা তখনই ফতুল্লা মডেল থানায় গিয়ে অভিযোগ করে। তবে বিকেল পর্যন্ত ঘটনাস্থলে যায়নি পুলিশ, সন্ধ্যার পর ফতুল্লা মডেল থানার ওসি ও একজন এসআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরমধ্যে ২য় দফায় হামলা করে লুটপাট করে সন্ত্রাসীরা। এ ঘটনা ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকায়। সন্ত্রাসীরা সবাই শোভন গ্রুপের মালিক আবু সিদ্দিকের পালিত বলে অভিযোগ ভুক্তভোগীদের। অভিযোগে মাসদাইর পাকাপুল এলাকার মৃত সামসুল হকের মেয়ে শিউলী আক্তার জানান, জায়গা নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও ৫ আগস্টের পর নতুন করে সন্ত্রাসীদের দিয়ে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো আবু সিদ্দিক। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে শিল্পপতি আবু আহম্মেদ সিদ্দিক, পাকাপুলের আবুর ছেলে স্বপন (অয়ন ওসমানের ক্যাডার) , ইব্রাহিমের ছেলে রনি সহ ৫শ’ জন কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘর ভাংচুর ও তাদের মারধর করে। এ ঘটনায় আহত হয় আপেল , তাবাচ্ছুম নূরী সহ কয়েকজন। তাদেরকে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে থানায় গিয়ে অভিযোগ করে ভুক্তভোগীরা। অভিযোগের পর বিকেলে আরেক দফা হামলা করে ঘরের জিনিসপত্র লুটপাট করে বলে জানান শিউলী আক্তার। এদিকে সন্ধ্যার পর ফতুল্লা মডেল থানার ওসি ও একজন এসআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯