ডান্ডিবার্তা রিপোর্ট:
আড়াইহাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার র্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার রাতে আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়নের লেঙ্গুরদী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ হলো- ১টি এয়ার গান, ৩টি দেশি এলজি পিস্তল ২টি দেশি রিভলবার, ৪টি পাইপ গান (বাট ছাড়া), ১টি দেশি রাইফেল, ৮টি পাইপ গানের বিভিন্ন প্রকার ব্যারেল, ৬টি পিস্তলের খালি ম্যাগাজিন, ৪২ রাউন্ড ইয়ার গানের গুলি, ৮৪টি ইয়ার গানের স্প্রিন্টার, ৩০৩ রাইফেলের ৬৩ রাউন্ড গুলি, ৬ রাউন্ড ক্যালিবার ৭ পয়েন্ট ৬২ এমএম পিস্তল টাইপ ৭৭ এর গুলি, ১৬ রাউন্ড ক্যালিবার ৭ পয়েন্ট ৬২ এমএম পিস্তল টাইপ ৫৪ এর গুলি, ২৮ রাউন্ড, ক্যালিবার ৭ পয়েন্ট ৬২ এমএম রাইফেলের গুলি, শর্ট গানের লেট বল কার্টুন ১৫ রাউন্ড এবং রাবার বুলেট কার্টুন ২ রাউন্ড, স্নাইপারের গুলি ৭ রাউন্ড, নমুনা বুলেট ১টি, ব্লাংক অ্যামোনেশন ৬ রাউন্ড, বিভিন্ন প্রকার অস্ত্রের গুলি ২১ রাউন্ড। উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ বেলা ১১টায় আড়াইহাজার থানায় জমা দেওয়া হয়েছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯