আজ বুধবার | ২৯ জানুয়ারি ২০২৫ | ১৫ মাঘ ১৪৩১ | ২৮ রজব ১৪৪৬ | রাত ৪:০২

বন্দরে  ৪ ছিনতাকারিকে পুলিশে সোর্পদ

ডান্ডিবার্তা | ১৯ নভেম্বর, ২০২৪ | ১০:২৮ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি :

বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতি কালে স্থানীয় জনতা ৪ ছিনতাইকারিকে গনপিটুনী দিয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশে সোর্পদ করেছে। আটককৃত ছিনতাইকারিরা হলো বন্দর থানার সোনাকান্দা বেপারীপাড়া এলাকার মৃত গোলাম মোস্তফা মিয়ার ছেলে পিয়াে হোসেন (৪৩) মুন্সিগঞ্জ জেলার মোক্তারপুর ডিঙ্গাভাঙ্গা এলাকার আলম চাঁন মাদবর মিয়ার ছেলে নূর ইসলাম (৩৫) একই এলাকার মৃত ইসমাঈল মিয়ার ছেলে খাজা মোহাম্মদ (৪০) ও মুন্সিগঞ্জ জেলার পঞ্চসর দশকানী এলাকার বাদশা মন্ডল মিয়ার ছেলে আবু কালাম (৫০)। পুলিশ আটককৃত ছিনতাইকারিদের বন্দর থানার দায়েরকৃত ১৫(১১)২৪ নং চুরি মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর)  ভোর ৬টায় বন্দর থানার মদনগঞ্জ বাসসান্ট্যান্ড এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতি কালে এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। এলাকাবাসী সূত্রে জানাগেছে, বন্দরে মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত ছিনতাইকারী চক্র শীতলক্ষা ব্রীজের নিচে অবস্থান নিয়ে কাঁচামাল ব্যবসায়ী ও মাছ ব্যবসায়ীদের টার্গেট করে দীর্ঘ দিন ধরে ছিনতাই করে আসছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৬টায় এক মুসল্লী ছিনতাইকারীদের কবলে পরে। ওই সময় ভূক্তভোগী মুসল্লী চিৎকার দিলে ওই সময় স্থানীয় জনতা ৪ ছিনতাইকারিকে গণপিটুনি দিয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশে সোর্পদ করে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা