আজ বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬ | দুপুর ১২:৫৮

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা

ডান্ডিবার্তা | ১৯ নভেম্বর, ২০২৪ | ১০:৩২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মো. শফিকুল ইসলাম ভূঁইয়া (২৪) নামে এক তরুণকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে আরো মামলা দায়ের করা হয়েছে। এতে ৯৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫০ থেকে ৪৫০ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার  রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন। এর আগে রোববার রাতে ভুক্তভোগী তরুণ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন। এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাতিজা আজমেরি ওসমান (৪৫), তার ছেলে অয়ন ওসমান (৩৭) মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান (৭৮), সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া (৬২), সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতি (৫৫) ও সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই কাউন্সিলর নুর উদ্দিন মিয়াসহ (৫৫)সহ ৯৮ জনকে আসামী করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক সড়কের উপর শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও আজমিরি ওসমান  গংরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলি বর্ষণ করে। এ সময় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একটি গুলি বাদীর বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়। এ সময় রক্তাক্ত অবস্থায় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে প্রথমে সাইনবোর্ডস্থ প্রো একটিভ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে তার অপারেশন করা হয় বলে মামলার এজহারে উল্লেখ করা হয়। আসামীরা হলেন একেএম শামিম ওসমান (৬৪), ইয়াছিন আরাফাত রাসেল (৩৫), মতিউর রহমান মতি (৫৫), হাজী ইয়াছিন (৬২), আজমেরি ওসমান (৪৫), শাহ নিজাম (৫৬), অয়ন ওসমান (৩৭), আসলাম (৩১) , বাদল (৪৮) , আশরাফ (৪৮), মোঃ আমিনুল ইসলাম (৪৫) ,আমির হোসেন (৪৮) , সারফিন মাসুম (৩৮) , মিলন (৩৫) , মোঃ মানিক (৩৫) , মোঃ আরিফ (৪২) ,মোঃ নুরুল ইসলাম (৪৫) ,আঃ হাকিম (৪৫) , জাহাঙ্গীর পাটুয়ারী (৫৫) , হাসান (৪১) , মোঃ ইমরান মিয়া (৪৮) , হাজী মোতালেব (৬০) , সিদ্দিকুর রহমান (৪৮) আব্দুল আউয়াল (৪৪) , ছিফাত (৩০) , মোঃ আলামিন (৩৮) , মীর হোসেন (৪৮) , আবুল হাসেম ওরফে গরু হাসেন (৫২) , সুজন (৪২) , আবুল কাসেম (৫৫) , মাওলানা ওবায়দুল হক (৫৫) , নুর আলম (৪৮) , হানিফ মিয়া (৪৫) , আনোয়ার হোসেন (৪০) , শুরুর আলী (৪২) , সাইফুল ওরফে চানাচুর সাইফুল (৪৫) , ঈমান আলী (৪৮) , সিরাজ ওরফে কানা সিরাজ (৪৮), জাহাঙ্গীর (৪৫), মজিবর (৫৮) আওয়ামীলীগ নেতা, জহিরুল ইসলাম মাসুম (৪২) , স্বপন (৪০) , মুন্না (৩৫) , মোঃ নূর আলম (৪৮) , ছানাউল্লাহ ছানি (৪৫) , ফিরোজ মিয়া (৪৮), আবদুল মতিন ওরফে পাগলা মতিন (৪৮) , মাইন উদ্দিন (৩২) , মোঃ মহিউদ্দিন (৪৮) , মোঃ আল আমিন (২৫) , আরিফ (৫০) ,সজিব মিয়া (৩০) , মোঃ মহিন (২৮) , মোঃ সৌরভ হোসেন (২২) ,মোঃ মিশাল (২৫) ,মোঃ ইমরান (৩৫) ,মামুন (৩৫), মোমেন (৩৩) , আক্তার হোসেন (৪২) , আমির হোসেন (৪৮) , মোঃ স্বপন (৪৫) , মোঃ নাইম (২৫) , ফরহাদ হোসেন জীবন (৩২), অন্তর (২৫) ,মুরুল ইসলাম (৫০) , সবুজ (৪২) ,বহমত উল্লাহ (৪০) , মোঃ সেলিম (৪০) মোঃ আপেল (৩৮) , মোঃ মাহবুব (৩৮) , মোঃ কবির (৩২) , লিয়াকত হোসেন রনি হকার্সলীগ কেন্দ্রীয়নেতা (৪২), হাজী মোঃ আবুল কালাম (৪০) ,মোঃ জাহাঙ্গীর (৩৮) ,কামরুল (৩৪), বাছেদ (৩৪) পিতা-রবিউল সাং-সাহেবপাড়া, মিন্টু ওরফে গাডা মিন্টু (৪৫),লিটন (৪৩) থানা তাতীলীগ সভাপতি, মোঃ মানিক (৩৪) যুবলীগ নেতা, রুহুল আমিন (৪৬) ,আরিফুল ইসলাম বুলবুল (২৮),ভাগিনা মামুন (৪০), নুরউদ্দিন মিয়া (৫৫), নুরুজ্জামান জজ মিয়া (৫৮), নুরসালাম (৬৫), নুরুল হক (৫৩), জামান মিয়া (৩৯),শরিফ (৩২) যুবলীগ, হাবিবুল্লাহ হবুল (৫০), পানি আক্তার (৩৮), শামীম (৫৫),আমির হোসাইন ভান্ডারী (৬০), দেলোয়ার হোসেন দেলু (৫০), মানিক মাষ্টার (৪৮), মোঃ ইউসুফ আলী মাসুদ (৪১), মাইনুদ্দিন (২৮),জসিম ৩ উদ্দিন (৫০), ঈমাম হোসেন (৫৫)।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩১
  • ৬:১৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা