ডান্ডিবার্তা রিপোর্ট:
চব্বিশের শহীদ স্মৃতি একাডেমি কাপ অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মডেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাসুদুজ্জামান। এসময় তিনি বলেন, আজকে যে যাত্রা শুরু হলো হয়তো আগামীতে এসব খেলোয়াড়দের আমরা বাংলাদেশ জাতীয় দলে খেলতে দেখবো। আমাদের ইচ্ছে অনেক, সামর্থ্য কম কিন্তু আমি মনে করি যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে কেউ আমাদের আটকে রাখতে পারবেনা। যদি আমাদের সুযোগ হয় তাহলে আরও বেশী টুর্নামেন্টের আয়োজন করবো। এটা আমাদের সকলের মিলিত কাজ। সকলেই যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতা করে তাহলেই সম্ভব। এটা আমাদের সকলকে মিলিতভাবে করতে হবে। আমাদের নারায়ণগঞ্জকে আমরাই আগে বাড়িয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, এভাবে যদি চালিয়ে যেতে পারি তাহলে পূর্বে একসময় যখন ঢাকাকে নারায়ণগঞ্জ শাসন করতো সেটা পূণরায় করা সম্ভব হবে বলে আমি আশাবাদী। এজন্য আমি সকলে সহযোগিতা করার আহ্বান জানাই।
ফাইনাল খেলায় বন্ধন কোচিং সেন্টার ৩-০ গোলে বঙ্গবীর সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় এমিলি, স্বপন আহমেদ, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, ফারহানা আক্তার মুনা, বাংলাদেশ মহিলা দলের ক্যাপ্টেন সামিরা খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯