আজ বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬ | দুপুর ১:২১

সৌদি আরবের জেদ্দায় আইপিএলের নিলাম ২৪ ও ২৫ নভেম্বর

ডান্ডিবার্তা | ২১ নভেম্বর, ২০২৪ | ১০:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট: সৌদি আরবের জেদ্দায় আইপিএল ২০২৫ এর খেলোয়াড়দের হবে এবারের মেগা নিলাম।আগামী ২৪ ও ২৫ নভেম্বর খেলোয়াড়দের দলে টানবে ১০ ফ্র্যাঞ্চাইজি। ভারত-অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হচ্ছে আগামী ২২ নভেম্বর। আর সৌদি আরবের রিয়াদে ২৪ ও ২৫ হবে আসন্ন আইপিএলের নিলাম।বিসিসিআই নিলামের তারিখ ও ভেন্যু নিশ্চিতের পাশাপাশি জানিয়েছে, এই নিলামের জন্য ১৫৭৪ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন।এর মধ্যে ১১৬৫ জন ভারতীয়, বাকি ৪০৯ জন বিদেশি। সহযোগী দেশ থেকে আছেন ৩০ জন। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া যথাক্রমে ৯১ ও ৭৬ জন খেলোয়াড় নিয়ে এই তালিকায় উপরের দিকে। বাংলাদেশ থেকে ১৩ জন খেলোয়াড়ের নাম নিবন্ধন হয়েছে। এই প্রথমবার ইতালি থেকে নিবন্ধিত হয়েছেন ক্রিকেটার থমাস ড্রাকা।

দশ দল মিলে ৪৬ খেলোয়াড় রিটেনশন করেছে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড গড়তে পারবে। মানে আর ২০৪ জন খেলোয়াড়কে নিলাম থেকে নেওয়া হবে।এর আগে নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির কর্তৃপক্ষ। এখন শুধু নিলামের অপেক্ষা।মেগা এই নিলামে ক্রিকেটারদের পাশাপাশি চোখ থাকবে ভক্তদের। যেখানে ভাগ্য নির্ধারণ হবে অনেক ক্রিকেটারের। তবে, টেস্ট সিরিজের মাঝে এমন আয়োজন রাখার সিদ্ধান্ত মোটেও পছন্দ হয়নি ভনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দুই টেস্টের মাঝে যে বিরতি আছে সেসময় এই নিলামটি আয়োজন করতে পারত বিসিসিআই।

এই বিষয়ে ভনের ভাষ্য, ‘প্রথম টেস্টের মাঝপথে তারা আইপিএলের নিলাম আয়োজন করেছে, আমি এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারছি না। আমার মতে, এটা হাস্যকর। প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে ৯ দিনের একটি বিরতি আছে। যখন আপনি জানেন যে, টেস্ট ম্যাচ খেলার কারণে ক্রিকেটাররা চাপে থাকবে, তখন কেন এটি করতে হবে।

উল্লেখ্য, এবারের আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে আছেন রিশাদ হোসেন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের সবার ভিত্তি মূল্য ৭৫ লাখ রুপি। ২ কোটি রুপি ভিত্তি মূল্যের সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আরেক পেসার তাসকিন আহমেদ, দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩১
  • ৬:১৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা