আজ শুক্রবার | ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ৩:৪৪

সদর উপজেলায় কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ডান্ডিবার্তা | ২১ নভেম্বর, ২০২৪ | ১০:২৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সদরে ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় গম, সরিষা,  পেঁয়াজ ও শাকসবজি বীজ ও সার ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ সদরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপকরণ বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ  জাফর সাদিক চৌধুরী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক’র সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন,  উপজেলা প্রকৌশল কর্মকর্তা মো. গোলাম সারোয়ার ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মিতা চক্রবর্তী। পরে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার  ১০০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ২০ জন কৃষকের মাঝে জনপ্রতি গম বীজ ২০ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ১০জনকে জনপ্রতি পিঁয়াজ বীজ ১ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০০ জনকে শাকসবজি (উফশি ) এর বিভিন্ন ধরনের জনপ্রতি ১২৩০ গ্রাম বীজ এবং বিকাশের মাধ্যমে ১০০০ টাকা অর্থ সহায়তা এবং ৪০০ জনকে জনপ্রতি শাকসবজি (হাইব্রিড ) এর বিভিন্ন ধরনের ৪০ গ্রাম বীজ , ১০ কেজি ডিএমপি সার এমওপি সার ১০ কেজি করে এবং বিকাশের মাধ্যমে ১০০০ টাকা অর্থ সহায়তা,  প্রদান করা হয়। এ উপকরণ বিতরণের সময় সদর উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় সংবাদকর্মী ও সুফলভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩১
  • ৬:১৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা