ডান্ডিবার্তা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জে মো. শাহিন (৫১) নামে এক সৌদি প্রবাসীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় একদল সন্ত্রাসীরা। হামলার ঘটনায় আহত শাহিনের স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে ১২ জনকে এজাহারনামীয় আসামি করে এবং অজ্ঞাতনামা আরো ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে গত সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এরআগে গত ১৫ নভেম্বর শুক্রবার দিবাগত রাত ১২টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া মুনলাইট চৌরাস্তা এলাকায় এ ঘটনাটি ঘটে। হামলাকারীরা হলো, সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া সাকিব (২৫), রহমান (১৯), রিপন (২৪), লিখন (১৯), মেহেদী (২০), সিহাব (২১), ফয়সাল (২১), দুলাল (২৫), হোসেন (২৫), রিফাত (১৯), মেহেদী (২২) ও শাহজাহান (৩৫)। মামলার বাদী বিউটি আক্তার এজহারে উল্লেখ করেন, বিবাদীরা ও আমরা একই এলাকায় বসবাস করি। আমার স্বামী সৌদি প্রবাসী। গত ২১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে আসে। আইলপাড়া আমাদের বাড়ীতে বিল্ডিং নির্মানের কাজ করি। বিবাদীদের সাথে আমার স্বামী মো: শাহিনের বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে গত ১৫ নভেম্বর রাত ১২টায় সুমিলপাড়া মুনলাইট চৌরাস্তায় আমার স্বামীকে একা পেয়ে তার পথরোধ করে রাস্তার মধ্যে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরতর রক্তাক্ত জখম করে। এছাড়াও সন্ত্রাসীরা সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে পিঠে ও বাম হাতের দুই জায়গায় মারাত্মক আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় হামলাকারী অন্যান্যরা লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি হামলা করে। একপর্যায়ে শাহিনের গলায় ব্যবহার করা দুই লাখ টাকা মূল্যের প্রায় ১ ভরি ১৪ আনা ওজনের লকেট সহ একটি স্বর্নের চেইন, তার ডান হাতের আঙ্গুলে থাকা এক লাখ ৮০ হাজার টাকা মূল্যের দুইটি স্বর্নের আংটি যার ওজন ১ ভরি ৮ আনা, তার প্যান্টের পকেটে থাকা ম্যানিব্যাগ সহ নগদ ৮২ হাজার টাকা ও বিদেশী ১০০ ডলার ছিল বাংলাদেশী ১২ হাজার টাকা, সৌদি আরবের ১ হাজার রিয়াল বাংলাদেশী ৩২ হাজার টাকা এবং প্রাইম ব্যাংকের একটি কেডিট কার্ড, একটি প্রবাসী কল্যান কার্ড ও একটি ডাইভিং লাইসেন্সসহ জোর করে ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও তার ব্যবহৃত ৭২ হাজার টাকা মূল্যের একটি বিদেশী স্মার্ট ফোন ও ৩ লক্ষ ৯০ হাজার টাকা দামের একটি মটর সাইকেল, রেজিঃ নং-ঢাকা মেট্রো ল-৬৪-০২০২ হামলাকারীরা জোর করে ছিনিয়ে নিয়ে যায়। এসময় আমার স্বামীর ডাক চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা আমার পরিবারের লোকজনের বড় ধরনের ক্ষতি করা সহ প্রান নাশের হুমকী ধমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত অবস্থায় প্রথমে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত ডা: তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিক্যালে চিকিৎসা শেষে আমার স্বামী কিছুটা সুস্থ্য হলে এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেস্টা চলছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯