ডান্ডিবার্তা রিপোর্ট:
নগরীতে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, বাংলাদেশ সেনা বাহিনী, জেলা পুলিশ এবং বিআরটিএ‘র উদ্যোগে অভিযান শুরু হয়। নগরীর চাষাড়ার শান্তনা মার্কেট মোড়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, রাইফেল ক্লাব মোড়, কালীরবাজার মোড়, বঙ্গবন্ধু রোড ও ডিআইটিতে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চলে। যৌথ অভিযানে লাইসেন্স বিহীন গাড়ি ও অবৈধ পার্কিং এর জন্য সিএনজি, মোটরগাড়ি, কার, হাই-এস্, কার্গো পিকআপ ভ্যান ও ট্রাকসহ মোট ২৭টি পরিবহন-গাড়ি জব্দ করা হয়। এছাড়াও সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ২৯টি মামলা এবং ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে কিছু যানবাহনের উপযুক্ত কাগজ ও লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ডাম্পিং সাইটে প্রেরণ করা হয়। এছাড়াও অভিযানে অবৈধভাবে গড়ে উঠা নিউ আসিয়ান, বন্ধু পরিবহন ও বিআরটিসি বাস কাউন্টারগুলো যত্রতত্র স্থাপন না করে উপযুক্ত স্থানে স্থাপন করার জন্য কাউন্টার কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তিনি আরও জানান, যৌথ টিম অবৈধ বাস কাউন্টার স্থাপন, রুট পারমিট ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং দিনে-দুপুরে ট্রাক প্রবেশ এর বিষয়ে অভিযান পরিচালনা করেন। যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত এ ধরনের যানজট নিরসন অভিযান কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। যৌথ অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ মেজর আয়াজ আব্দুল্লাহ গালিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, বিআরটিএ‘র মোটরযান পরিদর্শক মো: সাইফুল কবীর, ট্রাফিক ইন্সপেক্টর এম.এ করিম, সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯