ডান্ডিবার্তা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জে মো. শাকিল মিয়া (২৬) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে জালকুড়ি খিলপাড়া বৌ-মারা খামার সংলগ্ন এলাকা থেকে শাকিল মিয়ার মরদেহে উদ্ধার করে পুলিশ। এরআগে বুধবার রাত ৯টার দিকে মাসদাইর এলাকা থেকে ইজিবাইক নিয়ে বের হয় শাকিল। এদিকে ছিনতাইকৃত ইজিবাইকটির চার্জ ফুরিয়ে যাওয়ায় জেলার সদর থানার আইইটি স্কুলের সামনে রেখে ইজিবাইকটি ফেলে চলে যায় দূর্বৃত্তরা। খবর পেয়ে ইজিবাইকের মালিক সেটি তার জিম্মায় নিয়ে যায়। নিহত মো. শাকিল মিয়া গাইবান্ধা জেলার মরিচবাড়ি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। তিনি ফতুল্লা থানাধিন মাসদাইর এলাকার মোস্তাফা মিয়ার ভাড়াটিয়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। সাউদা আক্তার জান্নাতি নামে তার চার বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রী আয়েশা আক্তার ফতুল্লা বিসিক শিল্প নগরীর একটি পোশাক কারখানার শ্রমিক। স্থানীয় সূত্রে জানাগেছে. বৃহস্পতিবার ভোরে জালকুড়ি খিলপাড়া বৌ-মারা খামার সংলগ্ন এলাকার সড়কের পাশে উপুর হয়ে পড়ে থাকা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খব দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি সময় পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে। সেই মোবাইল ফোনের সূত্র ধরে তার স্বজনদের খোঁজ পায় ও নিহতের পরিচয় সনাক্ত করে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন এর সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। নিহতের স্বজনরা থানায় আছে। এ ঘটনায় হত্যা মামলা পক্রিয়াধিন রয়েছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯