ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির রাজনীতিতে প্রবীণ সিনিয়র নেতারা দিনকে দিন পিছিয়ে পড়ছেন। বুড়োদের বিদায় ঘন্টা বেজে গেছে তরুণ নেতৃত্বের কারনে। নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি এখন তারুণ্যনির্ভর। তরুণদের ব্যাপক প্রভাব প্রতাপ সৃষ্টি হয়েছে এখানকার বিএনপির রাজনীতিতে। জেলা ও মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন থানা/উপজেলা বিএনপির কমিটিগুলোতেও নেতৃত্বে আছেন তরুণ নেতারা। জেলা ও মহানগর বিএনপির বর্তমান ও পূর্বের কমিটিতেও ছিলো তরুণদের আধিক্য। সামনের কমিটিগুলোতে আসার নেতৃত্বের প্রতেযোগীতায় আছেন তরুণ নেতারাই। জেলার রাজনীতিতে সরাসরি মোড়লের ভুমিকায় আছেন দুই বিএনপির কেন্দ্রীয় নেতা আজাদ ও দিপু ভুঁইয়া, তারাও তরুণ। নেতারা বলছেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ নেতৃত্বের উপর বেশি জোর দিচ্ছেন। স্থানীয়দের সূত্রে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক তরুণ নেতৃত্ব গোলাম ফারুক খোকন। তিনি জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে থেকে সরাসরি জেলা বিএনপির সদস্য সচিব হোন। পরে সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক হোন। তবে এ পদে প্রতিদ্বন্ধি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব। তারেক রহমানের নির্দেশে সেক্রেটারি প্রার্থীর পদ থেকে রাজীব সরে দাঁড়ান। এ পদে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহামুদও। জেলা বিএনপির বিগত কমিটিতেও মামুন মাহামুদ ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সামনে তিনিও আছেন নেতৃত্বের প্রতিযোগীতায়। জাতীয় সংসদ নির্বাচন নিয়েও তিনি আশাবাদী। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির রাজনীতিতে মোড়লের ভুমিকায় আছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া। ধরা যায় জেলা ও মহানগর বিএনপির রাজনীতির বৃহত্তর অংশ তারা নিয়ন্ত্রণ করেন। দুটি আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করতেও তারা বধ্যপরিকর। তাদের সঙ্গে তাল মিলিয়ে মোড়লের ভুমিকায় আসার চেষ্টায় আছেন বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান সুমন। তিনিও চাচ্ছেন জেলা বিএনপির নিয়ন্ত্রকদের একজন হতে। তিনিও নারায়ণগঞ্জ-২ আসন ভাগিয়ে নেয়ার চেষ্টায়। জাহিদ হাসান রোজেল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি ছিলেন ফতুল্লা থানা বিএনপির আহ্বায়কও। সামনে নেতৃত্বে আসার লড়াইয়ে আছেন তিনিও। ফতুল্লা থানা বিএনপির সভাপতি পদে নেতৃত্বে দিচ্ছেন তরুণ নেতা শহিদুল ইসলাম টিটু। তিনিও জেলা যুবদলের সভাপতি পদ থেকে এ পদের নেতৃত্বে বসেছেন। আলোচনায় আছেন সামনে জেলা বিএনপির নেতৃত্বের পদ বসানোর। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পরবর্তী কমিটির শীর্ষ পদে আসার আলোচনায় আছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এবং মহানগর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। আশা মহানগর বিএনপির এর আগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক ছিলেন। নেতাকর্মীরা আশায় আছেন সামনের কমিটিতে নেতৃত্বে থাকতে পারেন এই দুই নেতা। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে দলের প্রাথমিকভাবে ধানের শীষ প্রতীকে মনোনয়নও পেয়েছিলেন খোরশেদ। এদিকে অন্যান্য থানা/উপজেলা বিএনপির কমিটিগুলোতেও তরুণ নেতাদের আধিক্য। আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আছেন জুয়েল আহমেদ। নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদে নেতৃত্ব দিচ্ছেন তরুণ নেতা নাজমুল হক রানা। এ ছাড়াও রূপগঞ্জ উপজেলা/জেলা বিএনপির নেতৃত্বে আসার লড়াইয়ে আছেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, মাহাবুব রহমানদের মত তরুণ নেতারা। অন্যদিকে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। দলের মনোনয়ন প্রত্যাশা নিয়ে তিনি নির্বাচনী কার্যক্রমে নেমেছেন। উপরোক্ত তরুণ নেতাদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির রাজনীতি। মহানগর বিএনপির বেশকজন যুগ্ম আহ্বায়ক রয়েছেন তরুণ। তাদের মধ্যে অন্যতম যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন। অনেকে মনে করছেন সামনের নির্বাচনের পর পুরোপুরিভাবে উপরোক্ত নেতাদের হাতেই ওঠবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতৃত্ব। সামনের নির্বাচনে কিছু সিনিয়র ও প্রবীণ নেতাদের রাজনীতিতে পাকাপোক্ত জায়গায় রাখা হলেও পরের নির্বাচনে এসব নেতাদের হাতেই থাকবে জেলা ও মহানগর বিএনপির ঝাণ্ডা।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯