ডান্ডিবার্তা রিপোর্ট:
শহুরে কোলাহলমুক্ত ছায়াসুবিনিড় গ্রাম মধ্য নরসিংহপুর৷ নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের গ্রামটিতে গেল কয়েক বছরের মতো মরমি সাধক ফকির লালন শাহের ভক্তদের ‘মহতি সাধুসঙ্গ ও লালন মেলা’র আয়োজন করা হয়েছিল৷ শুক্রবার সন্ধ্যায় ‘গুরুকর্মের’ মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়ে দু’দিন ধরে চলতো লালনের সঙ্গীত চর্চা৷ দেশের বিভিন্ন জেলায় থাকা লালনভক্তরা আমন্ত্রিত৷ গান পরিবেশনের তালিকায় শফি মন্ডলের মতো বিশিষ্ট বাউল শিল্পী৷
কিন্তু শুক্রবার দুপুরে ‘মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমী’ প্রাঙ্গণে দেখা গেল অপ্রত্যাশিত চিত্র৷
শামিয়ানার জন্য মাটিতে পোঁতা বাঁশগুলোকে দেখা গেলেও গতরাতে টানানো ত্রিপলটি নেই৷ মুক্তিধাম আশ্রম প্রাঙ্গণে মলিন মুখে পায়চারি করছিলেন ফকির শাহ জালাল৷ অদূরে একটি চায়ের দোকানে দু’জন পুলিশ সদস্য বসা৷ চারদিকে চাপা আতঙ্কের আবহাওয়া৷ সাধুসঙ্গের এ আয়োজক জানালেন, সকালে ত্রিপল খুলে ফেলা হয়েছে৷ দূরদূরান্ত থেকে আসা লালনভক্তদের অনেকেই ফিরে গেছেন, বাকিরা প্রস্তুতি নিচ্ছেন৷ সাধুসঙ্গ ও লালন মেলা হবে না৷ এখানে কারও জড়ো হওয়া ও গানবাজনা নিয়ে প্রশাসনের নিষেধ রয়েছে৷ লালন মেলার এ আয়োজন নিয়ে গত এক সপ্তাহ ধরেই আতঙ্কে ছিলেন ভক্তরা৷ গত শুক্রবার এই লালন মেলাকে ‘ঈমান বিধ্বংসী উল্লেখ করে তা বন্ধের দাবিতে ‘কাশীপুর ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতা’র ব্যানারে গ্রামটিতে বিক্ষোভ মিছিল করে একটি ধর্মীয় গোষ্ঠীর শতাধিক মানুষ৷ পরে মুক্তিধাম আশ্রমের অদূরে স্থানীয় একটি ঈদগাহে জড়ো হন তারা। সেখানে লালন মেলা বন্ধের ‘হুমকি’ দিয়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল৷‘তৌহিদী জনতার পক্ষে কয়েকজন মুসুল্লি গত সোমবার জেলা প্রশাসকের কাছে এ মেলা বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপিও দিয়েছে৷ মেলা বন্ধের এ চেষ্টার প্রতিবাদ জানিয়ে বুধবার মানববন্ধনের আয়োজন করে মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমী৷ মানববন্ধনে সংস্কৃতি ও রাজনৈতিক কর্মীরা অংশ নেন৷
লালন মেলা বন্ধের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটও৷ প্রতিবাদে কাজ হয়নি, সাধুসঙ্গ ও লালন মেলার ওই আয়োজন করতে আনুষ্ঠানিকভাবে অনুমতি দেয়নি জেলা প্রশাসন৷ নিজ প্রাঙ্গণে সীমিত পরিসরে আয়োজন করতে চাইলেও প্রশাসনিক চাপে তা পারেননি বলে জানান ফকির শাহ জালাল৷ আশ্রমের সামনে বসা ফতুল্লা মডেল থানার দুই পুলিশ সদস্যের সাথে কথা হলে তারা জানালেন, এ সাধুসঙ্গ ও লালন মেলার বিরুদ্ধে দাঁড়িয়েছেন স্থানীয় কয়েকজন মুসুল্লি৷ প্রশাসনিকভাবেও পরে এ মেলার অনুমতি দেয়নি৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা আশ্রমের সামনে অবস্থান করছেন৷ জানতে চাইলে মুঠোফোনে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, “লালন মেলার জন্য অনুমতি চেয়েছিলেন আয়োজকরা৷ অন্যদিকে লালন মেলা বন্ধে মুসুল্লিদের একটি দল স্মারকলিপি দিয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় লালন মেলার আয়োজন করতে নিষেধ করা হয়েছে৷”সাধুসঙ্গ ও লালন মেলার আয়োজন পণ্ড হওয়ায় একদিকে যেমন মর্মাহত লালনভক্তরা অন্যদিকে হামলার আতঙ্কেও আছেন তারা৷
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯