বন্দর প্রতিনিধি:
সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে বন্দর উপজেলা বিএনপির একাংশের এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে বক্তরা উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আওয়ামীলীগ নেতাদের বিএনপি নেতা বানানো, লুটপাট– দখল ও চাঁদাবাজি সহ নানা অভিযোগ তুলে ধরে তাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেব। এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেয়া হাজারো তৃণমূল নেতাকর্মীরা সভাপতি, সেক্রেটারিকে বয়কটের ঘোষণা করেন। শুক্রবার বিকালে মদনপুর–মদনগঞ্জ সড়কে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।ইস্পাহানী ধামগড় ইউনিয়ন পরিষদ মাঠ থেকে কুঁড়িপাড়া এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিল নেতৃত্বকারি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদ বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের পর পদপদবি উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সেক্রেটারি হারুন অর রশিদ লিটন, ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদ খন্দকার দলের পদপদবির দাপটে চাঁদাবাজি, লুটপাট ও জমিদখল সহ বন্দরউত্তরাঞ্চলে এক নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি করেছে। এছাড়াও মদনপুর এলাকায় আন্দোলনরত ছাত্র–জনতার উপর হামলাকারি যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদ ও তার লোকজন একাধিক আওয়ামীলীগ নেতাকর্মীরা হিরণের ছত্রছায়ায় এখন বহাল তবিয়তে। বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামগড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মহসিন,যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ আপন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ, সহ সভাপতি মাসুদ, যুগ্ম সম্পাদক জসিম, সাংগঠনিক সম্পাদক রহিম রানা, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সহ সভাপতি ফরিদ আহম্মেদ ও বন্দর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ওয়াদুদ সাগর প্রমুখ।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯