ডান্ডিবার্তা রিপোর্ট: মুম্বইয়ের রাস্তায় মাঝে মধ্যে তাঁকে সেই বাইক চালাতেও দেখা যায়। সালমান খানের যে বাইকের প্রতি দারুণ ভালোবাসা আছে সে কথা সকলেই জানেন। একাধিক স্পোর্টস বাইক আছে তার গ্যারাজে।আর এদিন সেটারই ঝলক তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। জানালেন সেলিম খানের প্রথম বাইক আজও তিনি সযত্নে রেখে দিয়েছেন। তাতে চড়ে এদিন দুজনে ছবিও দেন।বৃহস্পতিবার (২১ নভেম্বর) সালমান খান একাধিক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাকে তার বাবার প্রথম বাইকে বসে থাকতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে সেলিম খান সেই বাইকে বসে, পাশে দাঁড়িয়ে খোদ ভাইজান।সেখানে তাঁকে তাঁর বাবার প্রথম বাইকে বসে থাকতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে সেলিম খান সেই বাইকে বসে, পাশে দাঁড়িয়ে খোদ ভাইজান। এই ফটো সেশন তাঁরা তাঁদের বাড়ির বাগানেই করেছেন। অভিনেতার পরনে ছিল টিশার্ট এবং প্যান্ট। তাঁর বাবা জিন্সের সঙ্গে একটি গ্রে এবং সাদা রঙের শার্ট পরেছিলেন। এই ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বাবার প্রথম বাইক। ট্রায়ম্ফ টাইগার ১০০। ১৯৫৬।’
তাঁদের একসঙ্গে দেখে দারুণ উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা। বাদ যাননি তাঁদের সহকর্মীরা। অমিত সাধ একাধিক ইমোজি পোস্ট করেন। সঙ্গীতা বিজলানি লেখেন, ‘সেলিম কাকু দারুণ কুল।’ কেউ আবার লেখেন, ‘বলিউডের বাপ।’ আরেক ব্যক্তি লেখেন, ‘২ দাবাং, ২ টাইগার।’
প্রসঙ্গত সলমন খানকে আগামীতে সিকান্দর ছবিতে দেখা যাবে। আগামী বছর ঈদে মুক্তি পাবে সেই ছবিটি। সেই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন কাজল আগরওয়াল, রশ্মিকা মন্দানা। ছবিটি পরিচালনা করেছে এ আর মুরুগাদোস। সলমন খানকে সিংঘম এগেন ছবিটিতে চুলবুল পান্ডের ক্যামিও করতে দেখা গিয়েছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯