আজ শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ১০:৫১

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে

ডান্ডিবার্তা | ২৩ নভেম্বর, ২০২৪ | ৮:১৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ভারতে বসে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতাকেই ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।  শনিবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার রূপসী সাইনবোর্ড বালুর মাঠে আয়োজিত এক শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।  সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা বিএনপি নেতা হাফেজ আহাম্মেদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহাবুবুর রহমান, তাবারো পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা মোশারফ হোসেন, কাজী আহাদ, জাকির হোসেন রিপন, আব্দুল মান্নান পারভেজ, রমজান আলী, শুক্কুর আলী মোল্লা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, আবু ভুঁইয়া মাছুম, উপজেলা কৃষকদল নেতা আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সধারণ সম্পাদক হাফেজ জাকারিয়া, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া প্রমুখ।  সভায় বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান আরো বলেন, গত ১৫ বছরে আওয়ামীলীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। আওয়ামীলীগের প্রেতাত্বাদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যকে প্রতিরোধ করতে হবে। দলীয় কেউ এ সকল অপকর্মে জড়িত হলে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩১
  • ৬:১৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা