ডান্ডিবার্তা রিপোর্ট:
আড়াইহাজারে বাউন্ডারি দিয়ে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায়। এ বিষয়ে ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের মৃত কামাল উদ্দিন মোল্লার ছেলে ভুক্তভোগী মাসুদ বাদী হয়ে শনিবার (২৩ নভেম্বর) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের মৃত নুরুল হকের ছেলে আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মন্দি মৌজার একাধিক দাগে ৪৫ শতাংশ জায়গা খরিদ সূত্রে মালিক হয়ে মাসুদ গং প্রায় ৩৫ বছর যাবত ভোগদখল করে আসছেন। গত ১৭ নভেম্বর থেকে আব্দুল্লাহ আল মামুন কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ওই জায়গার মাঝে বাউন্ডারি ওয়াল করে জবরদখলের চেষ্টা করছেন। স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে ভুক্তভোগী মাসুদ জানান,তাকে বিভিন্ন পন্থায় প্রাণনাশের হুমকি প্রদান করছেন মামুন। মাসুদ বর্তমান সরকারের কাছে ন্যায়বিচার প্রার্থনা করছেন। এ ব্যাপারে প্রতিপক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, আমি কারো জায়গা দখল করিনি আমি আমার জায়গার মাঝে বাউন্ডারি করতেছি। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান যেহেতু এটা জায়গা সংক্রান্ত ব্যাপার উভয়পক্ষকে স্থানীয়ভাবে বা কোর্টের মাধ্যমে মীমাংসার কথা বলা হয়েছে এবং আইন-শৃঙ্খলা যাতে কোন বিঘ্ন না ঘটে সেদিকে আমরা দৃষ্টি রাখছি।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯